- Home
- India News
- ছাত্র ভিসা নিয়ে পাকিস্তানে আত্মগোপন, জঙ্গি হয়ে সীমান্ত পেরিয়ে পহেলগাঁও হামলা আদিল ঠোকরের
ছাত্র ভিসা নিয়ে পাকিস্তানে আত্মগোপন, জঙ্গি হয়ে সীমান্ত পেরিয়ে পহেলগাঁও হামলা আদিল ঠোকরের
Adil Thokar:পুরো নাম আদিল ঠোকর। বাড়ি অনন্তনাগ জেলার বিদবেরারার গুরে গ্রামে। ঘটনাচক্রে অনন্তনাগ জেলার মধ্যেই পড়ে পহেলগাঁও।

দুই আদিল
পহেলগাঁও হামলার মূলতক্রী আদিল ঠোকর। আর পহেলগাঁও হামলায় জঙ্গিদের বন্দুদের সামনে দাঁড়িয়ে মৃত্যু বরণ করেছে আরও এক আদিল। দুই জনই কাশ্মীরের বাসিন্দা হলেও একজন শহিদ আর অন্যজন জঙ্গি।
জঙ্গি আদিল
পুরো নাম আদিল ঠোকর। বাড়ি অনন্তনাগ জেলার বিদবেরারার গুরে গ্রামে। ঘটনাচক্রে অনন্তনাগ জেলার মধ্যেই পড়ে পহেলগাঁও।
আদিল ঠোকর
পেহলগাঁও তদন্ত যত এগিয়ে ততই জঙ্গি আদিল সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসছে। ছবিতে দেখুন সেই তথ্য।
২০১৮ দেশ ছাড়
আদিল ঠোকর ২০১৮ সালে দেশ ছাড়ে। স্টুডেন্টস ভিসা নিয়ে পাড়ি দেয় পাকিস্তানে। তারপর থেকে সেখানেই থেকে যায়। গত বছরই আবার দেশে ফিরে আসে।
কোথায় আদিল
পেহলগাঁও হামলার পর থেকে আদিল ঠোকর সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যানি। কোথায় রয়েছে, সীমান্তের এপারে না ওপারে তাই নিয়ে তদন্ত করছে নিরাপত্তা রক্ষীরা।
আদিলের জঙ্গি যোগ
গোয়েন্দা সূত্রের খবর ভারত ছাড়ার আগেই সীমান্তের ওপার থেকে পরিচালিত নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের যোগাযোগ ছিল তার।
পাকিস্তানে আদিল
ছাত্র ভিসা নিয়ে পাকিস্তানে গেলেও সেখানে কোনও বিশ্ববিদ্যাল বা কলেজে যায়নি আদিল। গোয়েন্দা সূত্রের খবর পাকিস্তানে যাওয়ার পরই লোকচক্ষুর আড়ালে চলে যায় সে। পরিবারের সঙ্গেও যোগাযোগ ছিন্ন করে দেয়।
হারিয়ে যায় আদিল
গোয়ান্দা সূত্রের খবর, পাকিস্তানে যাওয়ার মাত্র আট মাস পর থেকে আদিলের আর কোনও খবর পাওয়া যায়নি। আদিল পরিবারের সঙ্গে যোগাযোগ করত না। তার ডিজিটাল রেকর্ড পর্যবেক্ষণকারী গোয়েন্দা সংস্থাগুলির চোখে ধুলো দিয়ে আদিল হারিয়ে যায়।
বাড়িতে নজরদারি
গোয়েন্দা সংস্থা সূত্রের খবর বিজবেহারায় তার বাড়িতে একটি সমান্তরাল নজরদারি অভিযানও কোনও বড় সাফল্য।
গোয়েন্দাদের অনুমান
গোয়েন্দাদের অনুমান এই সময়টাতেই আদিল জঙ্গিদের থেকে প্রশিক্ষণ নিচ্ছিল। আর্দশের প্রশিক্ষণ যেমন চলছিল তেমনই চলছিল আধাসামিক প্রশিক্ষণ।
লস্কর যোগ
আদিল পাকিস্তানে লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত হ্যান্ডেলারদের থেকেই মূল প্রশিক্ষণ নিয়েছিল।
ফের গোয়েন্দাদের নজরে আসে আদিল
২০২৪ সালে ফের গোয়েন্দাদের নজরে আসে আদিল ২০২৪ সালে। অক্টোবরমাসে দুর্গম পুঞ্চ-রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা দিয়ে ভারতে প্রবেশ করে আদিল। এলাকার ভূখণ্ডটি টহল দেওয়া অত্যন্ত কঠিন, খাড়া পাহাড়, ঘন বন রয়েছে।
আবার আত্মগোপন
গোয়ান্দা সূত্রের খবর ভারতে প্রবেশের পরই আত্মোপন করে আদিল। অনুমান করা হচ্ছে জঙ্গে বা সীমন্তবর্তী কোনও গ্রামে থাকত।গোয়েন্দারা মনে করছেন, এই সময়ই আদিল আর মুশা জঙ্গিদের স্লিপার সেলের সঙ্গে যোগাযোগ করে। পহেলগাঁও হামলার পরিকল্পনা করে।
হামলা স্থান নির্ণয়
সূত্রের খবর, এই সময়ই আদিল হামলার জন্য উপযুক্ত স্থানের সন্ধানে ছিল। কারণ এই সময় অমরনাথ যাত্রার পর এলাকা অনেকটাই ফাঁকা হয়ে যায়। সাধারণ মানুষের আনাগোনা কমে।
সঙ্গী পাক জঙ্গি
গোয়েন্দা সূত্রের খবর আদিলের সঙ্গেই পাক জঙ্গি হাশিম মুসা ভারতে আত্মগোপন করে ছিল। গোয়েন্দারা মনে করছেন, এই সময়ই আদিল আর মুশা জঙ্গিদের স্লিপার সেলের সঙ্গে যোগাযোগ করে। পহেলগাঁও হামলার পরিকল্পনা করে।

