Happy New Year 2025: নতুন বছরকে স্বাগত জানাল বিশ্ব, অস্ট্রেলিয়া থেকে ভারত - সর্বত্রই উৎসবের মেজাজ

দেশের অন্য প্রান্তের মতই এই রাজ্যতেও স্বাগত জানান হয় নতুন বছর করে। পার্কস্ট্রিট থেকে শুরু করে শহরের একাধিক এলাকায় ছিল উপচে পড়া ভিড়।

 

শুভ নববর্ষ। গোটা বিশ্বই পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। অন্যান্যবারের মত এবারই নতুন বছরকে স্বাগত জানানো শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে। অস্ট্রেলিয়র সিডনি ব্রিজে আতশবাজি পুড়িয়ে নতুন বছরকে স্বাগত জানান স্থানীয়া। ২০২৫ সালেকে প্রথম স্বাগত জানায় নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর। নিউজিল্যান্ডের সবথেকে উঁচু স্কাই টাওয়ারে পড়ান হয় রঙিন আতশবাজি।

অন্যদিকে লন্ডন, রিও ডি জেনিরো থেকে টোকিও গোটা বিশ্বের প্রথম সারির শহরগুলি আতশবাজি পুড়িয়ে অন্য বারের মতে এবারও নতুন বছরকে স্বাগত জনাচ্ছে। নতুন বছরকে স্বাগত জানাচ্ছে ভারত। কাশ্মীর থেকে কন্যাকুমারী- সর্বত্রই উৎসবের মেজাজ। দিল্লিতে কনটপ্লেসে প্রচুর মানুষের ভিড়। তবে দিল্লিতে দীপাবলির মতই বর্ষবরণের অনুষ্ঠানেও নিষিদ্ধ রয়েছে আতশবাজী। বর্ষবরণের অনুষ্ঠানে মাতোয়ারা মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মত মত মেট্রো শহরগুলিতে বর্ষবরণের অনুষ্ঠান চলছে গভীর রাত পর্যন্ত।

Latest Videos

দেশের অন্য প্রান্তের মতই এই রাজ্যতেও স্বাগত জানান হয় নতুন বছর করে। পার্কস্ট্রিট থেকে শুরু করে শহরের একাধিক এলাকায় ছিল উপচে পড়া ভিড়। শহরের বড় রেস্তোরাঁ হোটেলে বিশেষ পার্টির ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই নতুন বছরকে স্বাগত জানায় মানুষ। তবে কলকতায় বর্ষবরণ উপলক্ষ্যে সতর্ক ছিল প্রশাসন। সর্বত্রই ছিল কড়া নজরদারি।

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘পিতৃপরিচয় ঠিক থাকলে ঠুসে দেখাক!’ Mamata Banerjee-র Humayun Kabir-কে ধুয়ে দিলেন Suvendu Adhikari
'আমাকে রক্তাক্ত করল মমতার পুলিশ' বেলগাছিয়ায় আহত শুভেন্দু! | Suvendu Adhikari Belgachia visit
'দিলীপ দা যা বলেছে ঠিক বলেছে', Dilip Ghosh এর পাশে দাঁড়িয়ে বিরোধীদের হুঙ্কার Suvendu Adhikari-র
‘সিভিক ভলান্টিয়ার তো সামনে, আসল রাঘব বোয়াল কে?’ RG Kar কাণ্ডে Adhir Ranjan Chowdhury-র তীব্র তোপ
'হিন্দুরা থাকে তাই করবে না, রোহিঙ্গারা থাকলে করত' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Latest