গাজিয়াবাদে বাইক পার্কিং করত গিয়ে ভয়ঙ্কর বিবাদ! মারামারিতে নিহত ১

Published : Nov 15, 2024, 01:45 PM IST
Elderly woman murdered by chopping off her legs

সংক্ষিপ্ত

গাজিয়াবাদে বাইক পার্কিং করত গিয়ে ভয়ঙ্কর বিবাদ! মারামারিতে নিহত ১

গাজিয়াবাদের খোড়ার শঙ্কর বিহারে একটি বাড়ির বাইরে বাইক পার্কিং নিয়ে সামান্য বিবাদের জেরে দুই গোষ্ঠীর মধ্যে মারাত্মক মারামারি হয়। পুলিশ জানিয়েছে, বাড়ির বাইরে মোটরসাইকেল পার্কিং নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত ও তার ছেলে গুরুতর আহত হয়েছেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। শঙ্কর বিহারের বাসিন্দা মৃতের ছেলে আসিফ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, বুধবার পার্কিং ইস্যুতে তার বাবা নানহে মালিক ও ভাই সালমানের মধ্যে চারজনের মুখোমুখি হয়। অভিযোগপত্রে আসিফ বলেন, 'বিবাদের জেরে আমার বাবা ও ভাইকে চারজন ঘিরে ধরে এবং ছুরি দিয়ে আঘাত করেছে।"

এই প্রসঙ্গে ইন্দিরাপুরমের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার স্বতন্ত্র কুমার সিং জানিয়েছেন, “হামলায় মালিক ও সলমন দুজনেই গুরুতর জখম হয়েছেন।” আহতদের দিল্লির লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মালিককে মৃত বলে ঘোষণা করেন। এফআইআরে বলা হয়েছে, সালমানের অবস্থা আশঙ্কাজনক।

ম্যানুয়াল ট্র্যাকিং এবং সিসিটিভি ফুটেজ স্ক্যান সহ তদন্তের পরে, বৃহস্পতিবার জাকির (৫৮) এবং তার ছেলে শাকিরকে (২৯) গ্রেপ্তার করা হয়েছে, এসিপি জানিয়েছেন। হামলায় ব্যবহৃত দুটি ছুরিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, আরও দুই সন্দেহভাজন এবং অজ্ঞাতপরিচয় চার হামলাকারী এখনও পলাতক।  এসিপি সিং জানিয়েছেন, "তাদের সন্ধানের জন্য অভিযান চালানো হচ্ছে এবং শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে"।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি