
YouTuber Jyoti Malhotra Arrested: পাকিস্তানিদের কাছে দেশের গোপনীয় তথ্য ফাঁস করে দেওয়ার অভিযোগে হরিয়ানার এক ইউটিউবারকে গ্রেফতার করা হল। এই ইউটিউবারের নাম জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra)। তিনি মূলত ট্র্যাভেল ভ্লগার। 'ট্র্যাভেল উইথ জো' নামে একটি ইউটিউব চ্যানেল চালান জ্যোতি। এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩ লক্ষ ৭৭ হাজার। ফলে সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় জ্যোতি। কিন্তু এই ইউটিউবারের বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ উঠেছে। তিনি গ্রেফতার হওয়ায় অনেকেই হতবাক হয়ে গিয়েছেন। ট্র্যাভেল ভ্লগিংয়ের পাশাপাশি জ্যোতি যে দেশ-বিরোধী কাজ করেছেন, তা জানতে পেরে সবাই হতাশ। সোশ্যাল মিডিয়ায় এখন এই ইউটিউবারকে নিয়ে আলোচনা চলছে। অনেকেই বলছেন, তাঁরা জ্যোতির এই অপরাধের বিষয়ে কোনওরকম আঁচ পাননি। তিনি যে এরকম, কেউ ভাবতেই পারেননি।
তদন্তকারীরা জানিয়েছেন, ২০২৩ সালে পাকিস্তানে গিয়েছিলেন জ্যোতি। তিনি কমিশন এজেন্টের মাধ্যমে পাকিস্তানের ভিসা জোগাড় করেন। এই সফরের সময় তিনি নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের (Pakistan High Commission) কর্মী এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। এরপর পাকিস্তানিদের ভারতের বিভিন্ন গোপন তথ্য পাঠাতে শুরু করেন জ্যোতি। তিনি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্ন্যাপচ্যাটের মতো অ্যাপের মাধ্যমে দানিশ ছাড়াও শাকির ওরফে রানা শাহবাজ-সহ পাকিস্তানের একাধিক চরের সঙ্গে যোগাযোগ রাখতেন। ভারতের বিভিন্ন জায়গার বিষয়ে গোপন তথ্য পাকিস্তানিদের দিতেন জ্যোতি। তিনি সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান সম্পর্কে ইতিবাচক পোস্ট করতেন। পাকিস্তানের ভাবমূর্তি উন্নত করার চেষ্টা করতেন। পাকিস্তানের এক চরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে তুলেছিলেন জ্যোতি। তিনি এই পাক চরের সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে গিয়েছিলেন। জ্যোতির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ধারা এবং ১৯২৩ সালের সরকারি গোপনীয়তা আইনের ৩, ৪ ও ৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁর কাছ থেকে লিখিত স্বীকারোক্তি আদায় করেছেন তদন্তকারীরা। এই মামলা হিসারের আর্থিক দুর্নীতি শাখার হাতে তুলে দেওয়া হয়েছে। ১৩ মে দানিশকে অবাঞ্চিত ঘোষণা করে বহিষ্কার করেছে ভারত। এরপরেই গ্রেফতার হলেন জ্যোতি।
পাকিস্তানের গুপ্তচরদের খোঁজে হরিয়ানা ও পাঞ্জাবে তল্লাশি চলছে। জ্যোতি ছাড়াও আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে পাকিস্তানে গোপন তথ্য পাচার, আর্থিক সাহায্য, অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগ আনা হয়েছে। দেশের অন্য রাজ্যগুলিতেও পাকিস্তানের গুপ্তচরদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।