হাসপাতালে ভর্তি মনমোহন সিং, সুস্থতা কামনা করলেন নরেন্দ্র মোদী

Published : Oct 14, 2021, 11:45 AM IST
হাসপাতালে ভর্তি মনমোহন সিং, সুস্থতা কামনা করলেন নরেন্দ্র মোদী

সংক্ষিপ্ত

নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

নয়াদিল্লির এইমস হাসপাতালে(All India Institute of Medical Sciences) ভর্তি প্রাক্তন প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিং(former Prime Minister and Congress leader Manmohan Singh)। বুধবার তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। জ্বর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী (Union Health Minister) মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)। তাঁর সুস্থতা কামনা করেন তিনি। 

এদিন টুইটারে মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, তাঁর সুস্বাস্থ্যের কামনা করেন প্রধানমন্ত্রী। 

বুধবার মনমোহন সিংকে ভর্তি করার কয়েক ঘন্টা পর চিকিৎসকরা জানান তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। ৮৯ বছর বয়েসী প্রাক্তন প্রধানমন্ত্রী এখন একটু ভালো রয়েছে বলে জানান চিকিৎসকরা। মঙ্গলবার থেকেই জ্বর ছিল মনমোহনের। চিকিৎসক টিমের পর্যবেক্ষণে রয়েছেন মনমোহন।  

"

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট