ফণীর রেশ কাটতেই বন্যা পরিস্থিতি, ওড়িশার একাধিক জেলায় জারি সতর্কতা

  • মুষলধারে বৃষ্টি ওড়িশায়
  • প্রবল বৃষ্টিপাতের ফলে কার্যত জলমগ্ন একাধিক এলাকা
  • ওড়িশার একাধিক জেলায় জারি সতর্কতা 
  • বন্যাবিধ্বস্ত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে
Indrani Mukherjee | Published : Aug 8, 2019 4:40 AM IST / Updated: Aug 08 2019, 10:19 AM IST

মুষলধারে বৃষ্টি ওড়িশায়। ওড়িশার উপকূলে বুধবার সারাদিনে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তাতে কার্যত জলমগ্ন একাধিক এলাকা। বেশকিছু এলাকায় সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। বিশেষত, ওড়িশার দক্ষিণাঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে কার্যত বন্যা পরিস্থিতি আশঙ্কা করা হচ্ছে। 

প্রবল বৃষ্টিপাতে জেরে ট্রেন লাইন চলে গিয়েছে জলের তলায়। যার ফলে বেশকিছু ট্রেন সময়ের অনুপাতে অনেকটাই দেরিতে চলছে এবং আরও বেশ কয়েকটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে বলে খবর। স্পেশাল রিলিফ কমিশনার জানিয়েছেন, প্রবল বৃষ্টিপাতের ফলে ওড়িশার মালকানগিরি, রায়াগড়, কোরাপুট, কান্ধামল, কালাহান্ডি, গজপতি এবং গঞ্জম জেলায় কার্যত বানভাসি অবস্থা দেখা দিয়েছে। 

Latest Videos

মঙ্গলবার থেকে প্রায় ৬টি জেলায় গড়ে প্রায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য জেলাগুলি হল, কান্ধামল (১৮৩.৩ মিলিমিটার), রায়াগড় (১৬৩.৪ মিলিমিটার), মালকানগিরি (১২৯.৩ মিলিমিটার), কোরাপুট (১১৩.৯ মিলিমিটার), কালাহান্ডি (১০৯.৪ মিলিমিটার), গঞ্জম (১০৪.৬ মিলিমিটার) বৃষ্টিপাতের হয়েছে। 

 

ভারতের মৌসম ভবনের তরফে জানা গিয়েছে, বুধবার ওড়িশা- পশ্চিমবঙ্গ উপকূলে প্রায় ১৩ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হাওয়া বয়েছে। প্রসঙ্গত লাগাতার বৃষ্টিপাতের ফলে গজপতি জেলার কাশীনগর থেকে কিদিগন-এর সংযোগকারী রাস্তাটি বন্যআর জেরে কার্যত জলেন তলায় চলে গিয়েছে। কাশীনগর ব্লকের প্রায় ৬৫০ জন মানুষ বন্যাবিধ্বস্ত হয়ে পড়েছেন, তাঁদের সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 

উপরিউক্ত জেলাগুলির পাশাপাশি আরও ন'টি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫০ থেকে ১০০ মিলিমিটারের মধ্যে। স্পেশাল রিলিফ কমিশনার আরও জানিয়েছেন, বন্যাকবলিত অঞ্চলের ওপর সরকার তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। যেকোনও আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করার জন্য সরকার সদা সর্বদা প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর