পুজোর ছুটিতে কি গোয়া ভ্রমণে যাচ্ছেন, আবহাওয়ার রিপোর্টে কপালে ভাঁজ পড়বে

  • দীপাবলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা গোয়ায় 
  • গোয়া জুড়ে লাল সতর্কতা জারি
  • মহারাষ্ট্র ও কর্ণাটকে হতে পারে প্রবল বৃষ্টি 
  • তিন রাজ্যে প্রস্তুত বিপর্যয় মোকাবিলা বাহিনী

দুর্গা পুজো শেষ। কয়েক দিন বাদে দীপাবলি। এই দীপাবলির ছুটিতে অনেকেই গোয়ার সমুদ্রের  ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে ছুটি উপভোগ করার পরিকল্পনা করছেন। কিন্তু সেই পরিকল্পনায় প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে আবহাওয়া। শুক্রবার সকাল থেকে গোয়া জুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুম্বইয়ের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ এতটাই বেশি হতে পারে যে আগাম সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সমুদ্রে নামার বিষেয় জারি করা হয়েছে বিধি নিষেধ। 

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আরব সাগরে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই নিম্নচাপের জেরে মহারাষ্ট্রের উপকূলবর্তী কিছু এলাকার পাশাপাশি গোয়াতে আগামী ২৪ ঘণ্টায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ২০৪.৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করছে মুম্বইয়ের আবহাওয়া দপ্তর। যার জেরে গোয়ায় ইতিমধ্যে সৈকতের পার্শ্ববর্তী  অস্থায়ী দোকানগুলোকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে প্রবল বৃষ্টিপাতে বিস্তীর্ণ এলাকা জলবন্দি হয়ে যেতে পারে। গোয়া প্রশাসন আগে থেকেই ত্রাণ মজুত করতে শুরু করেছে বলে জানা গিয়েছে। 

Latest Videos

গোয়ার পাশাপাশি মহারাষ্ট্রের বিস্তীর্ণ উপকূল এলাকা এবং কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। মুম্বইয়ের আবহাওয়া দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, মহারাষ্ট্রের কনকন এলাকার সিন্ধুদুর্গ ও রত্নগিরিতে লাল সর্তকতা জারি করা হয়েছে। যে সব অঞ্চলে লাল সতর্কতা জারি হয়েছে, সেখানে ভারী থেকে অতি ভারীর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার থেকে প্রবল বৃষ্টি শুরু হলেও, বৃহস্পতিবার থেকে মাঝারি মাপের বৃষ্টিপাত শুরু হবে বলে মুম্বইয়ের আবহাওয়া দপ্তর জানিয়েছে। পরিস্থিতি মোকাবিলা করতে মহারাষ্ট্রে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ত্রাণ মজুদের কাজ শুরু করেছে মহারাষ্ট্র প্রশাসন। 

Share this article
click me!

Latest Videos

'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
পুরো রুট বলেদিলেন! জঙ্গিদের স্বর্গরাজ্য এই বাংলা! শুভেন্দুর কথায় অশনি সংকেত | Suvendu Adhikari