শীতের মরশুমে রাজ্যের পর্যটকদের জন্য দারুন খবর। এবার কমেগেল হেলিকপ্টারের ভাড়া। বাগডোগরা- গ্যাংটকে যাতায়াতের পথে হেলিকপ্টারের ভাড় অনেকটাই কমে গেল। যাতে সুবিধে হবে সাধারণ পর্যটকদের। পর্যটকদের আকর্ষণ করার জন্যই ভাড়া কমান হয়েছিল বলেও জানা যাচ্ছে।
শীতের মরশুমে রাজ্যের পর্যটকদের জন্য দারুন খবর। এবার কমেগেল হেলিকপ্টারের ভাড়া। বাগডোগরা- গ্যাংটকে যাতায়াতের পথে হেলিকপ্টারের ভাড় অনেকটাই কমে গেল। যাতে সুবিধে হবে সাধারণ পর্যটকদের। পর্যটকদের আকর্ষণ করার জন্যই ভাড়া কমান হয়েছিল বলেও জানা যাচ্ছে।
25
ভাড়া কমানোর কারণ
শিলিগুড়ির বাগডোগরা থেকে সিকিমের গ্যাংটক পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা চালু করেছিল সিকিম ট্যুরিজিম ডেভেলপমেন্ট কর্পোরেশন। কিন্তু পরিষেবা শুরু করার প্রথম দিকেই মুখ থুবড়ে পড়েছিল ব্যবসা। কিন্তু পর্যটকদের আকর্ষণ করতে এবার ভাড়া কমানোর বিজ্ঞপ্তি জারি করেছে সংস্থা।
35
বর্তমান ভাড়া
পরিষেবা শুরু প্রথম দিকেই একবার যাওয়ার মাথাপিছু ভাড়া ছিল সাড়ে চার হাজার টাকা। কিন্তু পর্যটকরা এই ভাড়ায় তেমন উৎসহ দেখায়নি। এবা এবার একধাক্কায় ভাড়া কমিয়ে ৩১০০ টাকা করা হয়েছে। শুধু ভাড়া কামানোই নয়, লাগেজ বহনের নিয়মেও পরিবর্তন করেছে সিকিম ট্যুরিজিম সংস্থা।
যাত্রীরা এবার থেকে বিনামূল্যে কেজে পর্যন্ত জিনিসপত্র বিনামূল্যে বহন করতে পারবেন। ৮ কেজি থেকে অতিরিক্ত ১৫ কেজির জন্য দিতে হবে ৫০ টাকা। তারও বেশি হলে দিতে হবে অতিরিক্ত ৫০০ টাকা। জয় রাইড ও চার্টার্ড ফ্লাইটের জন্য ভাড়া অপরিবর্তিত রাখা হয়েছে।
55
মেডিক্যাল হেলিকপ্টারের ভাড়া
মেডিক্যাল হেলিকপ্টারের ভাড়া ৭৭৫০০ টাকা ধার্য করা হয়েছে। সিকিম টুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ঘোষণায় খুশি হয়েছে ট্যুর অপারেটররা। ব্য়বসার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট মহলের ধারনা এবার যাত্রীরা বেশি উৎসাহী হবেন।