৫৯টি দেশে ভিসা লাগবে না, ভারতীয় পাসপোর্ট থাকলে বিদেশযাত্রা এখন আরও সহজ

Published : Oct 29, 2025, 01:54 AM IST
Indian Passport

সংক্ষিপ্ত

Henley Passport Index: বিদেশ ভ্রমণ এখন আর স্বপ্ন নয়। বর্তমানে বিদেশে যাওয়ার সুযোগ অনেক উন্নত হয়েছে। ২০২৫-এর হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ভারতীয়রা মোট ৫৯টি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন। আগে ভারত ছিল ৮৫-তম স্থানে। একলাফে আট ধাপ এগিয়ে এসেছে ভারত।

Visa-free Entry: গ্লোবাল পাসপোর্ট ব়্যাঙ্কিংয়ে এক লাফে আট ধাপ উপরে উঠে এসেছে ভারতের নাম। হেনলি পাসপোর্ট ইনডেক্স (Henley Passport Index) অনুযায়ী, এখন ভারত রয়েছে ৭৭ নম্বরে। গত বছর এই তালিকায় ভারতের স্থান ছিল ৮৫-তম স্থানে। ২০২৩ সালে যেখানে পাঁচ ধাপ নেমে গিয়েছিল ভারত, এবার সেখান থেকেই ঘুরে দাঁড়াল ভারতীয় পাসপোর্ট। সবচেয়ে বড় কথা, এত বড় অগ্রগতি এই প্রথম। ভারতীয় পাসপোর্টধারীরা এখন ৫৯টি দেশে ভিসা-ফ্রি বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা নিয়ে ভ্রমণ করতে পারেন। যা তাঁদের আন্তর্জাতিক পাসপোর্ট সূচকে ৭৭-তম স্থানে নিয়ে এসেছে। এই সুবিধাগুলি আগে থেকে ভিসার আবেদন না করে বা পৌঁছানোর পর ভিসা (VCA) নিয়ে ভ্রমণের সুযোগ দেয়। এর মধ্যে কিছু দেশ ভিসা ছাড়াই প্রবেশাধিকার দেয়। আবার কিছু দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) প্রয়োজন হয়।

ভারতীয় পাসপোর্ট থাকলে সুবিধা-

  • ভিসা-মুক্ত ভ্রমণ: কিছু দেশে ভারতীয় নাগরিকদের শুধুমাত্র পাসপোর্টের মাধ্যমে প্রবেশাধিকার রয়েছে।
  • ভিসা-অন-অ্যারাইভাল (VOA) কিছু দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে বা অন্য কোনও স্থানে ভিসা দেওয়া হয়। ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA)। আবার কিছু দেশের জন্য যাত্রার আগে অনলাইনে আবেদন করে একটি ডিজিটাল পারমিট বা ETA নিতে হয়।
  • ভারতীয় পাসপোর্ট এখন বিশ্বের ৫৯টি দেশে ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা প্রদান করে। এই সুবিধার কারণে ভারতীয় পাসপোর্টধারীরা এখন ঝামেলা ছাড়াই বিদেশে ঘুরতে যেতে পারেন। ২০২৫ সালের হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ভারত এই তালিকায় ৭৭-তম স্থানে রয়েছে, যা আগের বছর থেকে উন্নত হয়েছে।

বিদেশ ভ্রমণে সুবিধা-

ভারতীয় পাসপোর্ট থাকলে এখন বিদেশ ভ্রমণ অনেক সহজ। অনেকেই এখন বিদেশে বেড়াতে যান। ভিসা-অন-অ্যারাইভালের সুবিধা পেলে বিদেশে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হয়। যে দেশগুলিতে এই সুবিধা পাওয়া যাচ্ছে, সেই দেশগুলিতে ভারতীয় পর্যটকদের সংখ্যা বেড়ে যেতে পারে। সেই আশাই করছে ভ্রমণ সংস্থাগুলি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!