বাজেটের দিন কার আবদারে সাদা মধুবনী শাড়িতে নজর কাড়লেন নির্মলা সীতারামন? রইল পরিচয়

Published : Feb 01, 2025, 11:20 AM IST
Here is what  special about Nirmala Sitharaman  saree in 2025 budget day bsm

সংক্ষিপ্ত

২০২৫ সালে বাজেট পেশের দিন নির্মলা সীতারামন পরেছেন মধুবনী কাজ করা সোনালি পাড়ের একটি শাড়ি। সঙ্গে লম্বা হাতা লাল ব্লাউজ। 

২০২৫ সালের বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্যান্যবারের মত এবারও বাজেটের দিনে চর্চায় তাঁর শাড়ি। এর আগে সাত বার বিশেষ বিশেষ শাড়িতেই নজর কেড়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারও তার ব্যাতিক্রম হয়নি। এবার নির্মলা জানিয়েছেন একজনের বিশেষ আবদার রাখতেই বাজেটের দিন বিশেষ এই শাড়ি তিনি পরেছেন।

নির্মলা সীতারামনের শাড়িঃ

২০২৫ সালে বাজেট পেশের দিন নির্মলা সীতারামন পরেছেন মধুবনী কাজ করা সোনালি পাড়ের একটি শাড়ি। সঙ্গে লম্বা হাতা লাল ব্লাউজ। আর রয়েছে একটি সাদা শাল। মধুবনী ভারতেরই একটি প্রাচীন ঐতিহ্যবাহী লোকশিল্প। মধুবনী শিল্পের আঁতুড় ঘর বিহারে। ফুল আর নকসা থাকে। হাতে আঁকা হয়। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম রেখা দিয়েই আকা সম্পূর্ণ হয়। তবে এই বিশেষ শাড়ি নির্মলাকে উপহার দিয়েছেন বিশেষ মহিলা।

কার আবদারে মধুবনী শাড়ি?

নির্মলা সীতারামন নিজেই জানিয়েছেন, তিনি এক বিশেষ জনের অনুরোধ রাখতেই বাজেটের দিন এই শাড়ি পরেছেন। কে সেই বিশেষ একজন? বিশেষ একজন হলেন, বিহরের বাসিন্দা দুরালি দেবী। তিনি মধুবনী শিল্পী। ২০২১ সালে পদ্ম পুরস্কারও পেয়েছেন। এর আগে অর্থমন্ত্রী ক্রেডিট আউটরিচ কার্যক্রমের জন্য মিথিলা আর্ট ইনস্টিটিউটে দিয়েছিলেন। সেখানেই তিনি দেখা করেন দুলারির সঙ্গে। পরে অর্থমন্ত্রীকে এই শাড়ি উপহার দেন দুলারি দেবী।

বাজেটের দিন প্রথম থেকেই চর্চায় থাকে নির্মলা সীতারামনের লুক, শাড়ি। কিন্তু বরাবরই সাদামাটা নির্মলা, নিজের মত করেই উপস্থিত হন সংসদে। নিজের স্টাইলেই পেশ করেন বাজেট। এদিনও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন।

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার জানাল সাফ কথা! ২.৮৬ হারে বৃদ্ধি পেতে পারে বেতন?
যোগী সরকারের উত্তরপ্রদেশ ডিজিটাল পাওয়ারহাউস: স্টার্টআপ, আইটিতে রেকর্ড বৃদ্ধি