Republic Day India: দেশজুড়ে ৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালনের আয়োজন, রাজধানীতে কড়া নিরাপত্তার মোড়ক

রাজধানী দিল্লি সহ সারা দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের চারদিক ঘিরে রয়েছে কড়া নিরাপত্তার বহর।

১৯৫০ সালে ২৬ জানুয়ারি থেকে সমস্ত দেশবাসীর জন্য আরোপিত হয়েছিল ভারতীয় সংবিধান। সেই উপলক্ষ্যেই এই দিনটি স্মরণে রেখে পালিত হয় প্রজাতন্ত্র দিবস (Republic Day) । রাজধানী দিল্লি সহ সারা দেশ জুড়ে প্রজাতন্ত্র দিবস উদযাপনের আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের চারদিক ঘিরে রয়েছে কড়া নিরাপত্তার বহর। 


আজ রাজধানীতে দেশের জাতীয় পতাকা উত্তোলন করবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) । তারপর নয়াদিল্লির রাজপথে প্রদর্শিত হবে সেনাবাহিনীর কুচকাওয়াজ। ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে ফরাসি (France) সেনার একটি দল।

-

২০২৪ সালে নয়াদিল্লির কর্তব্য় পথে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron) । এই বছর প্রজাতন্ত্র দিবস উদযাপনের থিম হিসেবে দুটি বিশেষ বিষয়কে বেছে নেওয়া হয়েছে । এর মধ্যে একটি হল, ‘বিকশিত ভারত’, অপরটি হল, ‘ভারত – লোকতন্ত্রের মাতৃকা’ । আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ নয়া দিল্লির কর্তব্যপথে এই প্যারেড শুরু হবে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
বিয়ে করার জন্য পাত্রী তুলতে এসে শ্রীঘরে পাত্র, হুলুস্থুলু কাণ্ড কুলতলিতে | Kultali News
'উপনির্বাচনে জিতে আরও অত্যাচার বাড়াবে TMC' উদ্বেগ প্রকাশ Adhir Ranjan Chowdhury-র
প্রেমিক আসল শয়তান! মাঝরাতে ঘটল 'জঘন্য' ঘটনা, হতবাক সকলে! | Ashoknagar News Today