সিআইডি দফতরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর জন্য আনা শিঙাড়া উধাও! শুরু তদন্ত

মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতির মতো পদাধিকারীরা যে কোনও অনুষ্ঠানে গেলেই তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা থাকে। কিন্তু এবার মুখ্যমন্ত্রীকে আপ্যায়নে ত্রুটি ধরা পড়েছে।

সিআইডি দফতরে এক অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর তাঁকে চায়ের সঙ্গে শিঙাড়া দেওয়ার কথা ছিল। নির্দিষ্ট হোটেল থেকে শিঙাড়ার বাক্স চলেও এসেছিল। কিন্তু তারপর সেই শিঙাড়ার বাক্স আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফলে মুখ্যমন্ত্রীকে শিঙাড়া দেওয়া যায়নি। এই ঘটনা নিয়ে এখন হিমাচল প্রদেশে তোলপাড় শুরু হয়েছে। শিমলায় সিআইডি দফতরে মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর উপস্থিতিতে এই ঘটনা কীভাবে ঘটল, সেটা জানার জন্য তদন্ত শুরু হয়েছে। যদিও বিতর্ক সামাল দিতে হিমাচল প্রদেশ সিআইডি-র ডিরেক্টর জেনারেল সঞ্জীব রঞ্জন ওঝা দাবি করেছেন, ‘এটা অভ্যন্তরীণ ব্যাপার। অযথা বিতর্ক তৈরি করা হচ্ছে। কয়েকজন আধিকারিক চায়ের আসরে ছিলেন। শিঙাড়ার বাক্স কোথায় গেল, সেটা খোঁজা হচ্ছিল। শিঙাড়ার বাক্সের কী হল, সেটাই জানার চেষ্টা করা হচ্ছিল। কোনও তদন্ত হয়নি।’

কংগ্রেস সরকারকে আক্রমণ বিজেপি-র

Latest Videos

শিঙাড়া নিয়ে সিআইডি তদন্তকে হাতিয়ার করে হিমাচল প্রদেশের কংগ্রেস সরকারকে আক্রমণ করেছে বিজেপি। রাজ্য বিজেপি-র প্রধান মুখপাত্র রণধীর শর্মা বলেছেন, ‘রাজ্যের উন্নয়ন নিয়ে সরকারের কোনও চিন্তা নেই। শুধু মুখ্যমন্ত্রীর শিঙাড়া নিয়েই চিন্তা। এই ঘটনা নিয়ে হিমাচল প্রদেশের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর মতো ভিভিআইপি-র অনুষ্ঠানে সমন্বয়ের অভাব প্রকাশ্যে চলে আসায় বিড়ম্বনায় পড়েছে সরকার।’

বিজেপি-কে পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর দফতরের

শিঙাড়া নিয়ে তদন্তের কথা অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রীর মুখ্য সংবাদমাধ্যম উপদেষ্টা নরেশ চৌহান। তাঁর দাবি, ‘সরকার কোনও তদন্তের নির্দেশ দেয়নি। সিআইডি নিজে থেকে তদন্ত করছিল। মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট খাবার কাকে দেওয়া হয়েছিল? বিজেপি-র কাছে কোনও ইস্যু নেই বলে এই ঘটনা নিয়ে কংগ্রেস সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচার করছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বিপাকে সুখু সরকার! হিমাচলে বিক্রমাদিত্য সিংয়ের পদত্যাগের পর মাস্টার স্ট্রোক বিজেপির

রবিবার হিমাচলের ১৫ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুখবিন্দর সিং সুখু

Himachal Floods: বন্যায় ৮,০০০ কোটি টাকার ক্ষতি রাজ্যে, জানালেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today