মহিলাদের চুল কাটতে পারবেন না পুরুষরা, তৈরি করতে পরবেন ন পোশাক- কড়া আইন আনার পথে এই রাজ্য

কমিশনের এক সদস্য হিমানী আগরওয়াল জনিয়েছেন, '২৮ অক্টোবর একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে বলা হয়েছে, মহিলাদের পোশাকের মাপ একমত্র মহিলা দর্জিরাই নেবেন।'

 

উত্তর প্রদেশের মহিলা কমিশন রাজ্যের মহিলাদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করার প্রস্তাব দিয়েছে। সেখানে মহিলাদের খারাপ স্পর্শ থেকে বাঁচাতেই এই প্রস্তাব করা হয়েছে বলেও জনিয়েছে উত্তর প্রদেশের মহিলা কমিশন। কমিশনের প্রস্তাবে আরও বলা হয়েছে পুরুষদের খারাপ উদ্দেশ্যকেও বাধা দেওয়া যাবে। ২৮ অক্টোবর রাজ্যের মহিলদের নিরাপত্তা নিয়ে একটি বৈঠক হয়। সেখানেই এই প্রস্তাব দেওয়া হয়।

কমিশনের এক সদস্য হিমানী আগরওয়াল জনিয়েছেন, '২৮ অক্টোবর একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে বলা হয়েছে, মহিলাদের পোশাকের মাপ একমত্র মহিলা দর্জিরাই নেবেন।' কমিশনের বৈঠকে সিসিটিভি ক্যামেরাও লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। বৈঠকে বলা হয়েছে, মহিলাদের নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। বৈঠকে মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তাব রাখেন কমিশনের চেয়রপার্সেন ববিতা চৌহন এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন কমিশনের বাকি সদস্যরা।

Latest Videos

মহিলা কমিশনের প্রস্তাবগুলি হল, সেলুন বা পার্লারে মহিলা গ্রাহকদের শুধুমাত্র মহিলাদের দিয়েই পরিষেবা দেওয়াতে হবে। কমিশনের বক্তব্য এজাতীয় পদক্ষেপ নিলে মহিলাদের ওপর হওয়া অত্যাচার আটকে দেওয়া যাবে। তবে গোটা বিষটি প্রস্তাবের আকারে রয়েছে। র আইন আনর জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠান হবে বলেও জনিয়েছেন মহিলা কমিশনের সদস্যরা। কমিশনের সদস্যরা জনিয়েছেন, এই প্রস্তাবের মাধ্যমে মহিলাদের খারাপ স্পর্শ থেকে বাঁচাতে, মহিলাদের শ্লীলতাহানি থেকে বাঁচাতেই এই পদক্ষেপ করতে চান তাঁরা। মহিলাদের আব্রু রক্ষাই একমাত্র লক্ষ্য বলেও জানিয়েছেন তাঁরা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও