৫৯ বছরের চিত্রা রামকৃষ্ণ সিবিআইএর জেরায় জানিয়েছেন, হিমালয়ের এক অজ্ঞাতনামা যোগী তাঁর সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করেছিল। সিকিরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে চিক্রা এনএসইর আর্থিক ও ব্যবসায়িক রিপোর্ট ও আর্থিক ফলাফলসহ একাধিক তথ্য হিমালয়ের যোগীকে পাঠিয়েছিলেন।
দেশের সবথেকে আলোচিত মহিলা বললেন ভুল হবে না। কারণ হিমালয়ের 'অদেখা' যোগীর সঙ্গে ইমেইল (Email)চালাচলি করে তিনি এখন খবরের শিরোনামে। তিনি ন্যাশানাল স্টক এক্সচেঞ্জের (NSE) প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণ (Chitra Ramkrishna)। এনএসই-তে থাকার সময় ক্ষমতা ও পদের অপব্যবহার করার পাশাপাশি টিক বাই টক ম্যানিপুলেশ (Tik By Tok Manipulation) ও হিমালয়ে বসবাসকারী (Himalayan Yogi) এক যোগীর সঙ্গে স্টক এক্সচেঞ্জের গোপন তথ্য দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় চিত্রাকে প্রায় ১২ ঘণ্টা ধরে জেরা করে সিবাআই (CBI)।
৫৯ বছরের চিত্রা রামকৃষ্ণ সিবিআইএর জেরায় জানিয়েছেন, হিমালয়ের এক অজ্ঞাতনামা যোগী তাঁর সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করেছিল। সিকিরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে চিক্রা এনএসইর আর্থিক ও ব্যবসায়িক রিপোর্ট ও আর্থিক ফলাফলসহ একাধিক তথ্য হিমালয়ের যোগীকে পাঠিয়েছিলেন। জেরায় চিত্রা অজ্ঞাতনামা সন্ন্যাসীর ইমেইল আইডিও জানিয়েছেন তদন্তকারী আধিকারিকদের। তবে এক অজ্ঞাতপরিচয় সাধুর ওপর চিত্রার মত উচ্চ শিক্ষিত মহিলার নির্ভরতা মেনে নিতে পারছে না সিবিআই।
যাইহোক চিত্রা জানিয়েছেন, তিনি হিমালয়ের ওই যোগীর সঙ্গে পবিত্র স্থানে বিভিন্ন অনুষ্ঠানে দেখা করেছেন। তবে সেইসব জায়গার কোনও নাম নেই। তবে হিমালয়ের যোগীর সঙ্গে তাঁর প্রথম দেখা হয়েছিল ২০ বছর আগে- গঙ্গার ধারে। তেমনই জানিয়েছেন তিনি। কী ভাবে তিনি হিমালয়ে বসবাসকারী যোগীর সঙ্গে যোগাযোগ করতেন- এই প্রশ্নের উত্তরে চিত্রা জানিয়েছেন, যোগীর কাছ থেকে তিনি নিয়মিত চিঠিপত্র পেতেন। যোগীর আধ্যাত্মিক শক্তির জোরেই তা সম্ভব হয়েছে বলেও দাবি করেছেন তিনি। তিনি আরও জানিয়েছেন গত কয়েক বছর ধরে ব্যক্তিগত ও পেশাগত পরামর্শ দিয়েছেন ওই যোগী।
সেবি চিত্রা ও যোগীর মধ্যে আদানপ্রদান হওয়া বেশ কিছু ইমেইলও তুলে ধরেছে। ১৭ ফেব্রুয়ারি ২০১৫ সালে লেখা একটি মেইলে,হিমালয়ের যোগী চিত্রাকে ব্যাগ গুছিয়ে বিদেশে ভ্রমণ করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।আগামী মাসে ভ্রমণের দিনক্ষণ ঠিক হয়ে যাবে বলেও জানিয়েছেন। পরের দিন থেকেই চিত্রা যোগীর কাছ থেকে একটি মেইল পেয়েছেন। যেখান বলা হয়েছে চিত্রাকে দূর্দান্ত দেখতে লাগছে। তবে চুলের স্ট্যাইল আরও শেখার জরুরি। যাইহোক ১৬ ফেব্রুয়ারি ২০১৫ সালে একটি মেইল করে উপহার দেওয়ার কথাও জানিয়েছেন। চিত্রার এজাতীয় কথাবার্তায় দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। তবে এই যোগী তা খুঁজে বার করার চেষ্টা করেছে তদন্তকারীরা
'আমি কংগ্রেসের ভাড়াটে নই', কংগ্রেস নেতৃত্বকে সতর্ক করলেন মণীশ তিওয়ারি
আমেদাবাদ বিস্ফোরণকাণ্ডে মাস্টারমাইন্ড আবু বাশার, গুজরাট নিয়ে যেতে ঘাম ঝরেছিল মোদীর