বাংলা ছেড়ে অন্যান্য রাজ্যে চলে গেল ৬৬৮৮টি সংস্থা, প্রকাশ্য এল সেই তালিকা

Published : Jul 23, 2025, 12:14 PM IST
wine factory

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গ থেকে ৬৬৮৮টি সংস্থা অন্য রাজ্যে স্থানান্তরিত হয়েছে। বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এই তথ্য প্রকাশ করেছেন, রিপোর্ট অনুযায়ী, মহারাষ্ট্র, দিল্লি, উত্তর প্রদেশ সহ অন্যান্য রাজ্যে এই সংস্থাগুলি স্থানান্তরিত হয়েছে।

বাংলায় শিল্প নেই, শিল্পপতিরা যতই এ রাজ্যে আসার চেষ্টা করুক না কেন, রাজনীতির কারণে তারা পিছু হটে যায়। শিল্প নিয়ে বারবার প্রশ্ন উঠেছে এই রাজ্যের বিরুদ্ধে। তৃণমূল আমলে শিল্পের অগ্রগতি হয়নি হলেই বারবার দাবি করেছে বিরোধীরা। এবার প্রকাশ্যে এল ভয়ঙ্কর তথ্য। সত্য়িই কি বাংলা থেকে শিল্প বিদায় নিয়েছে, জানা গেল সেই সত্যতা।

সদ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, গত ১৪ বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছে ৬৬৮৮ টি সংস্থা। অন্য কোনও রাজ্যে চলে গিয়েছে সংস্থাগুলো।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২০১১ সালের ১ এপ্রিল থেকে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে ৬৬৮৮টি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে স্থানান্তর করেছে। এই ৬৬৮৮টি কোম্পানির মধ্যে ১১০টি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।

এখন প্রশ্ন হল কোন শহরে স্থানান্তরিত হল অফিসগুলো? জানা যাচ্ছে, মহারাষ্ট্রে ১৩০৮ টি কোম্পানি সরে গিয়েছে, দিল্লিতে ১২৯৭টি কোম্পানি সরে গিয়েছে, উত্তর প্রদেশে ৮৭৯ টি কোম্পানি সরে গিয়েছে, ছত্তিশগড়ে ৫১১ টি কোম্পানি সরে গিয়েছে, গুজরাতে ৪২৩টি কোম্পানি সরে গিয়েছে, রাজস্থানে ৩৩৩টি কোম্পানি সরে গিয়েছে। এছাড়াও অসম, ঝাড়খণ্ড, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু এবং তেলেঙ্গানাতেও শতাধিক কোম্পানি সরে গিয়েছে।

প্রকাশ্যে আসা রিপোর্ট বলছে, সত্যিই শিল্প নেই বাংলায়। যে কারণে ৬৬৮৮টি কোম্পানি তাদের রেজিস্টার্ড অফিস পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে স্থানান্তর করেছে। সব মিলিয়ে এই রিপোর্টের ওপর ভিত্তি করে এই টুকু বলা চলে যে বাংলায় শিল্প নেই। আর সে কারণেই বাড়ছে বেকারত্ব। বর্তমানে চাকরি পাওয়া হয়ে গিয়েছে কঠিন। আর তা পেলেও তা টিকিয়ে রাখা আরও কঠিন। সে কারণেই আজকাল পড়াশোনা শেষ করে বিদেশে হোক কিংবা ভিন রাজ্যে পাড়ি দিতে চাইছে ছাত্রছাত্রীরা। কারণ রাজ্যের বাইরে চাকরি ক্ষেত্রে মিলছে বিস্তর সুবিধা ও সুযোগ। যা তাদের আকর্ষণ করছে। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: RBI MPC Meeting - এখন বাড়ি গাড়ি কেনা আরও হবে সহজ আরবিআই কমিয়েছে রেপো রেট বেসিস পয়েন্ট
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি