প্রকাশ্যে আসা এক রিপোর্ট বলছে এবার ফিটফেন্ট ফ্যাক্টর ১.৮৩ থেকে ২.৪৬-র মধ্যে হতে পারে। ১.৮৩ ফিটফেন্ট ফ্যাক্টর হলে বেতন হবে ৩২,৯৪০ টাকা। ২.৪৬ ফিটফেন্ট ফ্যাক্টর হলে বেতন হবে ৪৪, ২৮০ টাকা। অষ্টম বেতন কমিশনে ফিটফেন্ট ফ্যাক্টর ১.৯২ থেকে ২.৫৭-র মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে HRA, TA, NPS, CGHS সব ক্ষেত্রে আসবে পরিবর্তন।