
Howrah - New Delhi Vande Bharat: ভারতের সবথেকে জনপ্রিয় ট্রেনগুলির মধ্যে একটি হল বন্দে ভারত এক্সপ্রেস। লাক্সাজারি এই ট্রেন প্রথমে ছোট ছোট রুটে চালু হয়েছিল। আগামী দিনে স্লিপার বন্দে ভারত ট্রেন চালু হবে। পহেলগাঁও জঙ্গি হামলার পরই জম্মু - শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন অনিশ্চিত হয়ে পড়েছে। আর এই অবহে দেশের আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারত উদ্বোধন কী হবে তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।
ডিসেম্বর মধ্যেই নরেন্দ্র মোদী সরকার দেশের ৯টি রুটে বন্দে ভারত ট্রেন চালু করার তোড়জোড় শুরু করেছিল। যারমধ্যে রয়েছে হাওড়া-নয়া দিল্লি বন্দে ভারতও। অন্যদিকে হাওড়া থেকে বারানসী রুটেও বন্দে ভারত চালু হওয়ার কথা রয়েছে। রেল সূত্রের খবর আর মাত্র দুই মাসের মধ্যে হাওড়া-নয়া দিল্লি রুটে স্লিপার বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু হয়ে যেতে পারে।
রেল সূত্রের খবর আর মাত্র দুই মাসের মধ্যেই হাওড়া নয়া দিল্লি বন্দে ভারত ট্রেন পরিষেবা চালু হতে পরে। এই ট্রেনে থাকবে মাত্র ১৬টি কামরা। গোটা ট্রেনটাই হবে এসি বা শাতাতপ নিয়ন্ত্রিত। কোনও সাধারণ কামরা থাকবে না। বাকি বন্দে ভারতের মত এই ট্রেনেও বিশেষ পরিষেবা পাবেন যাত্রীরা। থাকবে রেলের বিশেষ হোস্টেসরা। রেল সূত্রের যা খবর তা হল, এই নয়া দিল্লি হাওড়া রুটে বন্দে ভারত স্লিপার ট্রেনে ফার্স্ট ক্লাস এসির ভাড়া হতে পারে যাত্রী পিছু ৫,১০০ টাকা। সেকেন্ড ক্লাস এসির ভাড়া যাত্রী পিছু হতে পারে ৪০০০ টাকা। আর থার্ড ক্লাস এসির যাত্রী ভাড়া হতে পারে ৩০০০ টাকা।
দিল্লি-পাটনা, দিল্লি মুম্বই , দিল্লি-চেন্নাই রুটেও স্লিপার বন্দে ভারত ট্রেন চালু করার প্রস্তুতি চলছে। কিন্তু পহেলগাঁও কাণ্ডের জন্য কিছুটা হলেও দেরি হচ্ছে বলেও রেল সূত্রের খবর। ১৬ এপ্রিল মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকার দরুন তা হয়নি। তারপরই ২২ এপ্রিল পহেলগাঁও হামলা হয়। তাতে ২৬ জনের মৃত্যু হয়। অধিকাংশই পর্যটক। উপত্যকার পরিস্থিতিও অগ্নিগর্ভ হয়ে ওঠে।
হওড়া থেকে নতুন দিল্লি বন্দে ভারতে যেতে সময় লাগবে প্রায় ১৫ ঘণ্টা। এই ট্রেন ছুটবে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে।