দিকে দিকে কুম্ভের পুণ্যার্থীদের ভিড়! দমবন্ধকর পরিস্থিতি নয়াদিল্লী স্টেশনে, অজ্ঞান চার মহিলা

সংক্ষিপ্ত

নয়াদিল্লী রেল স্টেশনে বিপত্তি। 

প্রাথমিকভাবে জানা গেছে, ধাক্কাধাক্কির জেরে চারজন মহিলা অজ্ঞান হয়ে যান। তাদের তৎক্ষণাৎ উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, নয়াদিল্লী রেলস্টেশন চত্বরে পরিস্থিতি সামাল দিতে পরে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, ওই সময়ে নয়াদিল্লী স্টেশনের ১৩ এবং ১৪ নম্বর প্লাটফর্মে প্রচুর সংখ্যায় কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড় ছিল। আর ওই দুই প্লাটফর্মে ট্রেন আসতে অনেকটা দেরি হচ্ছিল বলে জানা গেছে। কেউ কেউ আবার এও দাবি করতে থাকেন যে, দুটি ট্রেন বাতিল হয়ে যায়।

Latest Videos

ফলে, ভিড়ের মধ্যে দমবন্ধকর একটা পরিস্থিতি তৈরি হয়। কেউ কেউ আবার দাবি করছেন, কার্যত পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়ে যায় ওই দুটি প্লাটফর্মে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওইরকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে চারজন মহিলা অজ্ঞান হয়ে পড়েন।

যদিও নর্থ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এএনআইকে জানিয়েছেন, নয়াদিল্লী স্টেশনে কোনও পদপিষ্টের ঘটনা ঘটেনি। গুজব ছড়ানোর কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি। রেলের ওই কর্তার কথায়, প্রয়াগরাজে যাওয়ার জন্য দুটি স্পেশ্যাল ট্রেন চালানো হচ্ছে।

রেল মন্ত্রক থেকে জানানো হয়েছে, রেল পুলিশ এবং দিল্লী পুলিশের দল নয়াদিল্লী স্টেশনে ইতিমধ্যেই পৌঁছে গেছে। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে বলেই দাবি করেছে মন্ত্রক। কিন্তু এই ভিড়ের মধ্যে পড়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়ে দিয়েছে রেল মন্ত্রক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'৬০০ জনের নাম ও ছবি দিয়েছি, সবকটা গুন্ডা জেলে যাবে' চরম হুঙ্কার শুভেন্দুর | Suvendu on Murshidabad
'আমাদেরকে বাঁচান ওঁরা আমাদের...', সুকান্তর কাছে কাঁতর আর্জি মুর্শিদাবাদের হিন্দুদের