উত্তরপ্রদেশে তোলপাড়! ভোটের বাজার ফের উদ্ধার টাকার পাহাড়
উত্তরপ্রদেশে তোলপাড়! ভোটের বাজার ফের উদ্ধার টাকার পাহাড়। দিনে-দুপুরে উদ্ধার হল ৬০ কোটি টাকা। আগ্রায় তিন খ্যাতনামা জুতো ব্যাবসায়ীর বাড়িতে আয়কর দফতরের হানা। এই অভিযান থেকেই উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। এমজি রোডের বিকে জুতা, ঢাকরানের মনস্যু ফুটওয়্যার এবং অ্যাসফোটিডা মান্ডির হারমিলাপ ট্রেডার্স নামের তিনটি জুতোর দোকানে আয়কর দফতর থেকে হানা দেওয়া হয়। এর মধ্যে এক ব্যবসায়ীর বাড়ি থেকে এক দিনেই উদ্ধার হয় ৬০ কোটি টাকা বলে জানা গিয়েছে।
টাকা গুনতে বসানো হয়েছে একাধিক মেশিন। এখনও পর্যন্ত চলছে উদ্ধারকাজ। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত নথি। ওই ব্যবসায়ীদের বাড়িতেও হানা দিয়েছে আয়কর বলে জানা গিয়েছে। আয়কর ফাঁকি দেওয়ার কারণে এই তিন দোকানে শনিবার বিকালে আয়কর বিভাগের শাখা অভিযান চালায়। শুধু জুতোর দোকানেই নয়। আয়কর দফতর ওই দোকানের অফিসেও তল্লাশি চালায় বলে জানা যায়। সেখান থেকেই উদ্ধার হয় এই বিপুল অঙ্কের টাকা।
শুধু নগদ টাকাই নয়। উদ্ধার হয়েছে বহু অসঙ্গতীপূর্ণ বিনিয়োগও। মোটা অঙ্কের সোনা কেনার তথ্যও পাওয়া গিয়েছে। তল্লাশি করে পাওয়া বহু নথি থেকে। ইতিমধ্যেই ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ দায়ের করা হয়েছে ওই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে।