India Pakistan Clash: ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের লঞ্চপ্যাডের হদিশ

Published : May 04, 2025, 08:40 AM IST
Asianet News

সংক্ষিপ্ত

Pakistan News: ক্রমশ বাড়ছে ভারত-পাক উত্তেজনা। কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপক জঙ্গি হামলার ঘটনার পর থেকেই তলানিতে দুই দেশের সম্পর্ক।        

Pakistan News: ক্রমশ বাড়ছে ভারত-পাক উত্তেজনা। কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপক জঙ্গি হামলার ঘটনার পর থেকেই তলানিতে দুই দেশের সম্পর্ক (India pakistan clash)। এই পরিস্থিতিতে এবার প্রকাশ্যে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, ভারতে অনুপ্রবেশের চেষ্টায় রয়েছে শতাধিক জঙ্গি। পাক অধিকৃত কাশ্মীরে (POK) এই রকম ৪২টি লঞ্চপ্যাডের হদিশ মিলেছে।

জানা গিয়েছে,পাক অধিকৃত কাশ্মীরের দক্ষিণ পীরপঞ্জলে এই রকম ৩২টি লঞ্চপ্যাড চিহ্নিত করা হয়েছে। এছাড়াও উত্তর পীরপঞ্জলে মিলেছে ১০টি জঙ্গি ঘাঁটির খবর। এই লঞ্চপ্যাডগুলিতে রয়েছে ১০০ থেকে ১৩০ জন জঙ্গি। দক্ষিণ পীরপঞ্জলে রয়েছে অন্তত ১০০ জন জঙ্গি। ভারতে অনুপ্রবেশের জন্য উত্তর পীরপঞ্জলে অপেক্ষা করে রয়েছে ৩২ জন জঙ্গি।

সেনা সূত্রে খবর, সব মিলিয়ে পাক অধিকৃত কাশ্মীরেরে এই লঞ্চ প্যাডগুলি থেকে ভারতে অনুপ্রবেশের জন্য অপেক্ষা করে আছে কয়েক শো পাক জঙ্গি (Pakistan terrorist)। জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের যে লঞ্চপ্যাডগুলিতে জঙ্গিরা অপেক্ষা করছে সেই জায়গাগুলি হল- দুধানিয়াল, চেলাবন্দি, ম্যাচা ফ্যাক্টরি, গড়ি দুপাট্টা, বাশ, আলিয়াবাদ আর দক্ষিণ পিরপঞ্জলের মধ্যে যে সব জায়গায় জঙ্গি-ঘাঁটি রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল- রাওয়ালকোট, ডুঙ্গি, তাতাপানি, হাজিরা, কোটলি, সেনসা, পালানি, নিকিয়াল, পলক-মিরপুর, তাগোশ।

জানা গিয়েছে, ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইকের সময়, এরকম পাকিস্তানী বহু লঞ্চ প্যাড গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। কিন্তু, সেইসব ঘাঁটিগুলি ফের শক্তিশালী হয়ে উঠেছে পাকিস্তানের প্রশ্রয়ে। নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, আবার আঘাত হানার সময় এসেছে। এবার শুধু জঙ্গিদের লঞ্চ প্যাড নয়, ভেঙে দিতে হবে পাকিস্তানের কোমর।

অন্যদিকে, পহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিরা ভারতের চেন্নাই হয়ে শ্রীলঙ্কা পালিয়ে যাওয়র মতলব আঁটছে। আরও জানা গিয়েছে, শনিবার রাতে চেন্নাই থেকে শ্রীলঙ্কা (sreelanka) এয়ারলাইন্সের একটি বিমান উড়ে যায়। খবর, ওই বিমানে নাকি সাধারণ মানুষের ছদ্মবেশে ছয়জন জঙ্গি রয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের তরফে এই সন্দেহ বার্তার কথা জানানো হয় শ্রীলঙ্কার বিমান বন্দর কর্তৃপক্ষকে। সূত্রের খবর, ভারতীয় কর্তৃপক্ষের সন্দেহ, সাধারণ মানুষের ছদ্মবেশে যে ছয়জন জঙ্গি রয়েছে তারা পহেলগাঁও (Pahalgam attack) হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।

জানা গিয়েছে, এরপরই দিল্লির তরফে কলম্বো বিমান বন্দর কর্তৃপক্ষকে অ্যালার্ট দেওয়া হয়। তারপরই বিমানটিকে আলাদা একটি জায়গায় ল্যান্ড করিয়ে সকল যাত্রীদের তল্লাশি করা হয়। একই সঙ্গে চলে লাগাতার জিজ্ঞাসাবাদ। তবে যে সকল যাত্রীদের দেখে জঙ্গি সন্দেহ হয়েছিল তারা আদেও পহলেগাঁও হামলার সঙ্গে জড়িত কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি কলম্বো বিমান বন্দর কর্তৃপক্ষ।

অন্যদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ সম্প্রতি এক পাক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে জানিয়েছেন, সিন্ধু জলবণ্টন চুক্তি অনুযায়ী, পাকিস্তানের যে জল প্রাপ্য, তা আটকাতে ভারত কোনও বাঁধ তৈরি করলে তা গুঁড়িয়ে দেওয়া হবে। এখানেই শেষ নয়, পাক প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, ভারত-পাকিস্তানের বর্তমান সম্পর্কের জটিলতার কথা ইসলামাবাদের তরফে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হয়েছে। তবে এখন দেখার ভারত-পাকিস্তান দ্বন্ধের জল কোনদিকে গড়ায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: শীতে জুবুথুবু বঙ্গ, একধাক্কায় কলকাতায় পারদ পতন ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস- আরও ঠান্ডার পূর্বাভাস
পুতিনকে দেওয়া মোদীর ৬টি উপহার দেখুন ছবিতে, তালিকায় রয়েছে বাংলার বিখ্যাত এই জিনিসটি