15
আগুনের কারণ জানা যায়নি
চারমিনারের কাছে গুলজার হাউস এলাকায় আগুনে ১৭ জনের মৃত্যু, যাদের মধ্যে ৮ শিশু ও ৫ নারী। আগুনের কারণ এখনও অজানা, তবে শর্ট সার্কিটের আশঙ্কা করছে প্রশাসন।
Subscribe to get breaking news alertsSubscribe 25
একমাত্র প্রবেশপথ, ধোঁয়ায় শ্বাসরোধ
সকাল ৬:৩০ টায় আগুন লাগার খবর পায় দমকল। ১১ টি ইঞ্জিন আগুন নেভায়। বিল্ডিংটিতে একটি মাত্র প্রবেশপথ থাকায় অনেকেই ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা যান।
35
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর শোক, ক্ষতিপূরণ ঘোষণা
প্রধানমন্ত্রী মোদি ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেড্ডি শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন।
45
শিশুদের মর্মান্তিক মৃত্যু
মৃত শিশুদের নাম: হেময় (৭), প্রিয়াংশ (৪), ইরাজ (২), আরুশি (৩), ঋষভ (৪), প্রতম (১), অনুয়ান (৩) এবং ইদ্দু (৪)।
55
ধোঁয়াই মৃত্যুর কারণ: ওয়াইসি
ওয়াইসি বলেন, বেশিরভাগ মৃত্যু ধোঁয়ার কারণে। রাজ্য সরকার শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করবে। বিল্ডিংটিতে অগ্নিনির্বাপন ব্যবস্থা নিয়েও একাধিক অভিযোগ উঠেছে।