স্লিপার কোচের টিকিট দিয়েই ভ্রমণ করতে পারবেন এসি কামরায়? যাত্রীদের জন্য নতুন ঘোষণা রেলের

Published : May 18, 2025, 02:15 PM IST

Railway Ticket News: ঘুরতে যেতে মন চাইছে, কিন্ত টিকিট নিয়ে সমস্যা? দূরপাল্তার ট্রেনের যাত্রীদের জন্য বিশেষ ছাড় রেলের। জানুন বড় আপডেট। দেখুন ফটো গ্য়ালারীতে। 

PREV
16
দূরপাল্লার ট্রেনের টিকিটে বড় ছাড়ের ঘোষণা

সারা বছরই যাত্রীদের সুবিধার্থে কোনও না কোনও পদক্ষেপ নিয়েই থাকে ভারতীয় রেল। এবার যাত্রীদের জন্য আরও একটি বিশেষ সুবিধা আনতে চলেছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্লিপার ক্লাস (SL) টিকিট নিয়ে সেকেন্ড সিটিং (2S) এ ভ্রমণ? হ্যাঁ, এখন সম্ভব! 'অটো আপগ্রেড' সুবিধায় স্লিপার ও সেকেন্ড সিটিং যাত্রীরা AC কোচে আপগ্রেড পেতে পারেন। প্রথম চার্ট ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে তৈরি হয়।

26
স্লিপার কোচের টিকিটে এসি কোচে ট্রাভেল

এই পদক্ষেপে AC কোচ (CC, 3A, 2A, 1A) -এ কারেন্ট বুকিং (CB) বন্ধ থাকতে পারে। তবে SL ও 2S-এর জন্য CB খোলা থাকবে।

36
CB সুবিধায় টিকিট বুক

CB সুবিধা শেষ মুহূর্তের বুকিং-এর জন্য। প্রথম চার্টের পর খালি আসন থাকলে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত CB সুবিধায় টিকিট বুক করা যায়। যারফলে ঘুরতে যাওয়ার হলে এখন আর অযথা টিকিট নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। 

46
অটো আপগ্রেড চালু করছে রেল

রেলওয়ে 'অটো আপগ্রেড'-এর মাধ্যমে AC কোচ ভর্তি করার উদ্যোগ নিয়েছে। ফলে আপগ্রেডের পরও যদি আসন খালি থাকে, তবেই AC কোচে খালি আসন থাকবে। এরফলে যে সব যাত্রীরা স্লিপার কোচের টিকিট কেটেছিলেন, তারা চাইলেই এসি কোচে টিকিট আপগ্রেড করতে পারবেন। 

56
রেলের টিকিটে নতুন নিয়ম!

নতুন নিয়মে AC কোচের সব আসন ভর্তি থাকবে। স্লিপার ও 2S তৎকাল টিকিটধারীদের 3A/CC তে আপগ্রেডের সুযোগ বাড়বে। আপগ্রেড দুই স্তর পর্যন্ত হবে। SL থেকে 3A/2A, 2S থেকে Vista dome 2S/CC। 

66
এক্সিকিউটিভ ক্লাসে আপগ্রেড

1A ও এক্সিকিউটিভ ক্লাসে আপগ্রেড এক স্তর নিচে পর্যন্ত সীমাবদ্ধ। 2A থেকে 1A, CC থেকে EC। 3A টিকিটধারী 1A তে আপগ্রেড হতে পারবেন না।

Read more Photos on
click me!

Recommended Stories