শ্রীকান্তর হাতে আচমকা লাঠির আঘাত পড়তেই তাঁর ফোনটি হাত থেকে ছিটকে নীচে পড়ে যায়। চলন্ত ট্রেনের ভেতর থেকেই নিজের ফোন বাঁচানোর চেষ্টা করেন তিনি।
ছিনতাইবাজদের কবল থেকে নিজের ফোন বাঁচাতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক দরিদ্র প্রযুক্তি কর্মীর। বুধবার হায়দরাবাদের কাজিপেটে ঘটে গেল ভয়াবহ ঘটনা। মৃত যুবকের নাম মুপ্পা শ্রীকান্ত, তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর।
বুধবার হায়দরাবাদের বিবিনগর রেলস্টেশনের কাছে ছিনতাইকারীরা চলন্ত ট্রেনের ভেতর থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার জন্য লাঠির বাড়ি মারে। শ্রীকান্তর হাতে আচমকা লাঠির আঘাত পড়তেই তাঁর ফোনটি হাত থেকে ছিটকে নীচে পড়ে যায়। চলন্ত ট্রেনের ভেতর থেকেই নিজের ফোন বাঁচানোর চেষ্টা করেন তিনি। তখনই টাল সামলাতে না পেরে রেললাইনে পড়ে যান। তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
মুপ্পা শ্রীকান্ত পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন, তাঁর বাবা রামুলু একজন দরিদ্র কৃষক এবং মা ধনাম্মা একজন গৃহিণী। মাত্র ১ বছর আগেই প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়াশোনা শেষ করে চাকরি পেয়েছিলেন শ্রীকান্ত। ‘থালি উৎসব’ উপলক্ষ্যে অফিস থেকে ছুটি নিয়ে বুধবার বাড়ি যাচ্ছিলেন তিনি। হানামকোন্ডা জেলার কমলাপুর মণ্ডলে তাঁর গ্রাম নেরেল্লা-এ যাওয়ার জন্য তিনি সেকেন্দ্রাবাদ থেকে সাতবাহন এক্সপ্রেসে উঠেছিলেন। কাজীপেট স্টেশনে নামার কথা ছিল তাঁর। ট্রেনটি ভর্তি হয়ে যাওয়ায় সিটে বসার জায়গা না পেয়ে তিনি দরজার কাছেই বসেছিলেন।
বিবিনগর রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় শ্রীকান্ত নিজের মোবাইলে কিছু দেখছিলেন। হঠাৎ লাইনের কাছে ওৎ পেতে দাঁড়িয়ে থাকা ছিনতাইবাজরা সজোরে ট্রেনের ভেতরে লাঠি চালায়। তখনই লাঠির আঘাতে শ্রীকান্তের হাত থেকে মোবাইলটা নীচে লাইনের ওপর পড়ে যায় এবং তিনি পড়ে থাকা ফোনটা ধরতে গিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যান।
এই ঘটনায় তাঁর পরিবারের তরফে রেল পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খুঁজে বার করার চেষ্টা করছে রেল পুলিশ। শ্রীকান্তর মৃত্যুতে তাঁর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
আরও পড়ুন-
Weather News: জুলাইয়ের প্রথম সপ্তাহেই একটানা বৃষ্টির পূর্বাভাস, নিম্নমুখীই থাকবে কলকাতার তাপমাত্রা