মোদী বলেন "তানজানিয়ার কিলি এবং নিমা ভারতীয় সঙ্গীতের প্রতি তাদের আবেগ দেখিয়েছেন। তারা লতা দিদিকে শ্রদ্ধা জানিয়েছেন, আমাদের জাতীয় সঙ্গীত গেয়েছেন।
'মন কি বাত' (Mann Ki Baat) রেডিও অনুষ্ঠানের (Radio Programme) ৮৬ তম সংস্করণে (86th edition of the monthly ‘Mann ki Baat’ programme) দেশের সমৃদ্ধশালী সংস্কৃতি এবং বৈচিত্র্যের কথা উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে (Prime Minister Narendra Modi)। সেই সম্পর্কে কথা বলতে গিয়ে, প্রধানমন্ত্রী মোদী জোর দেন যে ভারত ভাষার দিক থেকে এতটাই সমৃদ্ধ যে এর কোনও তুলনাই সারা বিশ্বে নেই। মোদী বলেন আমাদের বৈচিত্র্যময় ভাষার জন্য আমাদের অবশ্যই গর্বিত থাকতে হবে।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তানজানিয়ান টিকটক তারকা কিলি এবং নিমার প্রশংসা করেছেন। এই ভাই বোন জুটি বিভিন্ন জনপ্রিয় ভারতীয় গানের সঙ্গে লিপ মিলিয়ে ভিডিও তৈরি করেন। তাঁরা দেশের জাতীয় সঙ্গীতও গেয়েছেন। এমনকী প্রয়াত লতা মঙ্গেশকরকেও শ্রদ্ধা জানিয়েছেন। রবিবারের মন কি বাত অনুষ্ঠানে মোদী সম্মান জানান এই শিল্পীদেরও।
মোদী বলেন "তানজানিয়ার কিলি এবং নিমা ভারতীয় সঙ্গীতের প্রতি তাদের আবেগ দেখিয়েছেন। তারা লতা দিদিকে শ্রদ্ধা জানিয়েছেন, আমাদের জাতীয় সঙ্গীত গেয়েছেন। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আজাদি কা অমৃত মহোৎসব'-এর অংশ হিসাবে, তরুণরা তাদের নিজস্ব উপায়ে ভারতীয় ভাষায় জনপ্রিয় গানের ভিডিও তৈরি করতে পারে।'
প্রধানমন্ত্রী জানান "কিলি এবং নিমা ভাইবোন জুটির মতো, আমি প্রত্যেককে, বিশেষ করে বিভিন্ন রাজ্যের বাচ্চাদের জনপ্রিয় গানের লিপ-সিঙ্কিং ভিডিও তৈরি করার জন্য অনুরোধ করছি (আলাদা আলাদা রাজ্য থেকে)। এইভাবে আমরা 'এক ভারত শ্রেষ্ঠ ভারত'-এর সম্মান রাখতে পারব। ভারতীয় ভাষা জনপ্রিয় হয়ে উঠবে।”
দেশের সামনে বিভিন্ন আঞ্চলিক ভাষার গুরুত্বের কথা তুলে ধরে মোদী বলেন দেশের ঝুলিতে রয়েছে হাজার হাজার উপভাষা। তারা হয়ত আপেক্ষিক ভাবে আলাদা, কিন্তু সংস্কৃতিগত ভাবে এক। ভারতীয় সঙ্গীত সবাইকে মুগ্ধ করে। আমার মনে আছে, কয়েক বছর আগে, ১৫০ টিরও বেশি দেশের গায়ক-সংগীতশিল্পীরা তাঁদের নিজ নিজ দেশে, সেখানকার পোশাকে, মহাত্মা গান্ধীর প্রিয় ভজন 'বৈষ্ণব জন'- সুন্দরভাবে পরিবেশন করেছিলেন।