ভোটের পরেই হু হু করে বাড়তে চলেছে জ্বালানির দাম, রইল পেট্রল ডিজেলের দরের তালিকা

Published : Feb 27, 2022, 09:39 AM IST
ভোটের পরেই হু হু করে বাড়তে চলেছে জ্বালানির দাম, রইল পেট্রল ডিজেলের দরের তালিকা

সংক্ষিপ্ত

রাজনৈতিক কারণেই পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। তবে খুব তাড়াতাড়ি, মূল্যস্ফীতির বড় ধাক্কা খেতে চলেছে দেশবাসী।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হলে প্রাকৃতিক গ্যাস থেকে শুরু করে গম পর্যন্ত বিভিন্ন পণ্যের দাম অদূর ভবিষ্যতে বাড়বে বলে অনুমান বিশেষজ্ঞদের। যুদ্ধের আবহাওয়া তৈরি হওয়াতে এমনিতেই গত ২৪ ঘন্টা আগেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৬.৭ ডলারে পৌঁছেছিল। যা ছিল ২০১৪ থেকে সর্বোচ্চ। তবে এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিনের সামরিক অভিযান ঘোষণা করার পরেই তেলের দামে আরও বড় বিস্ফোরণ ঘটে যায়।

অপরিশোধিত তেলের দামে আগুন লেগেছে। বিশ্বজুড়ে পেট্রোল ও ডিজেলের হারে রেকর্ড ভাঙা বৃদ্ধি মধ্যবিত্ত ভারতের পকেট পোড়াতে পারে। এখনও পেট্রল ডিজেলের দাম না বাড়লেও, খুব তাড়াতাড়ি তা বাড়তে চলেছে এমন আশঙ্কা করা হচ্ছে। ভারতে চলছে ভোট। ফলে রাজনৈতিক কারণেই পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। তবে খুব তাড়াতাড়ি, মূল্যস্ফীতির বড় ধাক্কা খেতে চলেছে দেশবাসী।

আরও পড়ুন- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ভবিষ্যদ্বাণী ফ্রান্সের প্রেসিডেন্টের, শোনালেন চরম আশঙ্কার কথা

আন্তর্জাতিক গবেষণা সংস্থার মতে অপরিশোধিত তেলের দামের ওপর নজর রাখলে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে। চলুন জেনে নেওয়া যাক, কলকাতা (Kolkata) সহ দেশের চার শহরের (Metro Cities) পেট্রোল এবং ডিজেলের দাম (Oil Price Today)।

রাজধানীতে পেট্রোলের উপর ভ্যাট ৩০ শতাংশ কমিয়ে ১৯.৪০ শতাংশ করেছে দিল্লি সরকার। তাই দিল্লিতে প্রতি লিটারে পেট্রোলের দাম প্রায় ৮ টাকা কমছে। আইওসিএল-র ওয়েবসাইট অনুযায়ী, দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৫.৪১ টাকা। ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা। গতকালও একই দামে কিনতে হচ্ছিল পেট্রোল ডিজেল। 

আরও পড়ুন- রুশ সেনার দখলে ইউক্রেনের মেলিটোপোল শহর, দাবি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের

আইওসিএল -র (Indian Oil Corporation Ltd) ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় পেট্রোলের দাম রয়েছে প্রতি লিটারে ১০৪ টাকা ৬৭ পয়সা। এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯ টাকা ৭৯ পয়সা। কলকাতার পাশপাশি দেশের বাকি তিন শহরেও এদিন জ্বালানির দাম বাড়েনি। নতুন করে কলকাতায় পেট্রল ডিজেলের দাম বাড়ানো হয়নি। 

মুম্বইতে পেট্রোলের দাম ১০৯.৯৮টাকা, ডিজেলের দাম ৯৪.১৪ টাকা। গতকালও একই দামে পেট্রোল ডিজেল কিনতে হয়েছে ক্রেতাদের। দেশের মধ্যে প্রথমবার মুম্বইতে ১০০ ছুঁয়েছিল লিটার প্রতি পেট্রোলের দাম। 

চেন্নাইতে লিটার প্রতি পেট্রলের দাম ১০১.৪০ টাকা, ডিজেলের দাম ৯১.৪৩ টাকা। গতকালও এই দামই ধার্য করা হয়েছিল। 

গুরগাঁওতে লিটার প্রতি পেট্রলের দাম ৯৫.৯০ টাকা, ডিজেলের দাম ৮৭.১১ টাকা। গতকালও এই দামই ধার্য করা হয়েছিল। 

ভুবনেশ্বরে লিটার প্রতি পেট্রলের দাম ১০১.৮১ টাকা, ডিজেলের দাম ৯১.৬২ টাকা। বৃহস্পতিবারের দামই ধার্য করা হয়েছে শুক্রবার। নতুন করে পেট্রল ডিজেলের দাম বাড়ানো হয়নি। 

কোন কোন শহরে এখনও ১০০ টাকার নীচে রয়েছে তেলের দাম

পোর্ট ব্লেয়ার- পেট্রোল ৮২.৯৬ টাকা, ডিজেল ৭৭.১৩ টাকা
নয়ডা- পেট্রোল ৯৫.৫১ টাকা, ডিজেল ৮৭.০১ টাকা
ইটানগর- পেট্রোল ৯২.০২ টাকা, ডিজেল ৭৯.৬৩ টাকা
চন্ডীগড়- পেট্রোল ৯৪.২৩ টাকা, ডিজেল ৮০.৯০ টাকা
আইজল- পেট্রোল ৯৪.২৬ টাকা, ডিজেল ৭৯.৭৩ টাকা
লখনউ- পেট্রোল ৯৫.২৮ টাকা, ডিজেল ৮৬.৮০ টাকা
সিমলা- পেট্রোল ৯৫.৭৮ টাকা, ডিজেল ৮০.৩৫ টাকা
পানাজি- পেট্রোল ৯৬.৩৮ টাকা, ডিজেল ৮৭.২৭ টাকা
গ্যাংটক- পেট্রোল ৯৭.৭০ টাকা, ডিজেল ৮২.২৫ টাকা
রাঁচি- পেট্রোল ৯৮.৫২ টাকা, ডিজেল ৯১.৫৬ টাকা
শিলং- পেট্রোল ৯৯.২৮ টাকা, ডিজেল ৮৮.৭৫ টাকা
দেরাদুন- পেট্রোল ৯৯.৪১ টাকা, ডিজেল ৮৭.৫৬ টাকা
দমন- পেট্রোল ৯৩.০২ টাকা, ডিজেল ৮৬.৯০ টাকা

PREV
click me!

Recommended Stories

ই-চালান ইন্টিগ্রেশনে উত্তরপ্রদেশে সড়ক সুরক্ষায় জোর, ১৭ জেলায় শুরু প্রক্রিয়া
রাহুলের সমালোচনা করতেই কংগ্রেসের 'ফোঁস', জিন্না-বিজেপি যোগের কথা বলে মোদীকে 'বিকৃতির মাস্টার' বলল