প্রকাশিত আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফল, ওয়েবসাইট ও এসএমএস-এ কীভাবে দেখা যাবে

প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফলাফল

করোনাভাইরাস মহামারির কারণে দেরিতে প্রকাশিত হল ফল

বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে কিংবা এসএমএস-এও ফলাফল দেখা যাবে

কিন্তু কীভাবে, জেনে নিন প্রত্যেকটি ধাপ

দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন বা সিআইসিএসই শুক্রবার (১০ জুলাই) আইসিএসই (দশম শ্রেনির ) ও আইএসসি (দ্বাদশ শ্রেনির) বোর্ডের পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে। এই বছর করোনাভাইরাস মহামারি ও তার সংক্রমণ ঠেকাতে জারি করা লকজাউনের জেরে ফল প্রকাশ করতে বেশ দেরি হল। এখনও ঠিক কত শতাংশ শিক্ষার্থী পাস করেছেন, বা কারা প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করেছে তা জানানো হয়নি। তবে এই বছর আইসিএসই আইএসসি পরীক্ষায় বসা সকল ছাত্রছাত্রীই অনলাইনে বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন।

আইসিএসই-র ও আইএসসি পরীক্ষার্থীদের ফল দেখতে যেতে হবে সিআইএসসি-র সরকারি ওয়েবসাইট সিআইএসসি ডট ওআরজি (cicse.org) অথবা রেজাল্টস ডট সিআইসিএসই ডট ওআরজি (results.cisce.org)-এ। দেখে নেওয়া যাক কীভাবে ২০২০ সালের আইসিএসই ও আইএসসি ফলাফল দেখা যাবে -

Latest Videos

১) প্রথমেই যেতে হবে উপরে উল্লেখ করা ওয়েবসাইটগুলিতে

২) আইসিএসই না আইএসসি কীসের ফলাফল দেখতে চাই তা বাছতে হবে

৩) যথাযথ জায়গায় ইউজার আইডি, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা বসাতে হবে

৪) এরপর ক্লিক করতে হবে 'শো রেজাল্টস'-এ

৫) তাহলেই কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে ফুটে উঠবে সম্পূর্ণ ফলাফল

৬) ভবিষ্যতের ব্যবহারের জন্য সেখানেই ফলাফলও প্রিন্ট করার বিকল্পও রয়েছে

ইন্টারনেট ব্যবহারের সমস্যা থাকলে পরীক্ষার্থীরা চাইলে এসএমএস-এর মাধ্যমেও তাদের ফলাফল দেখতে পারবেন। দেখে নেওয়া যাক এসএমএস-এর মাধ্যমে কীভাবে দেখা যাবে ২০২০ সালের আইসিএসই বা আইএসসি ফলাফল -

১. প্রথমেই এসএমএস খুলুন

২. ইংরাজিতে আইসিএসই লিখে স্পেস না দিয়ে দিন এই চিহ্ন '>'। তারপর টাইপ করতে হবে ইউনিক আইডি। তারপর আবার এই চিহ্ন '>' দিয়ে পাঠাতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে। অর্থাৎ এসএমএস-এর বয়ান হবে ICSE>পরীক্ষার্থীর ইউনিক আইডি>

৩. একই ভাবে আইএসসি-র ফলের জন্য উপরের ধাপটিই অনুসরণ করতে হবে। শুধু আইসিএসই-র জায়গায় লিখতে হবে আইএসই। অর্থাৎ এসএমএস-এর বয়ান হবে ISC>পরীক্ষার্থীর ইউনিক আইডি>, আর পাঠাতে হবে ওই একই নম্বর অর্থাৎ, ০৯২৪৮০৮২৮৮৩-এ।

এর পাশারাশি সিআইএসসিই ওয়েবসাইটে একটি কেরিয়ার পোর্টাল খোলা হয়েছে। অধ্যক্ষের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে স্কুলগুলি ওই পোর্টাল থেকে ফলাফলগুলি ডাউনলোড করতে পারবে।

গত বছর আইসিএসই পরীক্ষায় অংশ নেওয়া পরিক্ষার্থীদের পাসের হার ছিল ৯৮.৫৪ শতাংশ, আর আইএসসি পরীক্ষার ক্ষেত্রে পাসের হার ছিল ৯৫.৫২ শতাংশ।

 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury