জম্মুর আখনূর সেক্টরে আইইডি বিস্ফোরণ, প্রাণ হারালেন ২ সেনা জওয়ান, গুরুতর জখম ১

Published : Feb 11, 2025, 07:28 PM ISTUpdated : Feb 11, 2025, 08:31 PM IST
jammu and kashmir

সংক্ষিপ্ত

জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের পর থেকে একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ফের আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল ভূস্বর্গ।

মঙ্গলবার ফের মারাত্মক বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। এদিন বিকেল সাড়ে তিনটে নাগাদ জম্মুর আখনূর সেক্টরে আইইডি বিস্ফোরণ হয়। ভারত-পাকিস্তান সীমান্তের কাছেই বিস্ফোরণ হয়। সেই সময় সেখানে টহল দিচ্ছিলেন সেনা আধিকারিকরা। সেই সময়ই বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে দুই সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। একজন সেনা জওয়ান গুরুতর জখম হয়েছেন। সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের পর তিন সেনা জওয়ানকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মধ্যে দু'জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন আছেন। যে সেনা জওয়ান জখম হয়েছেন, তাঁকে এয়ারলিফট করে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন বিপদমুক্ত বলে জানা গিয়েছে।

জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু

ভারতীয় সেনাবাহিনীর জম্মু বিভাগের হোয়াইট নাইট কোরের পক্ষ থেকে মঙ্গলবারের আইইডি বিস্ফোরণের কথা স্বীকার করে 'এক্স' হ্যান্ডলে পোস্টে জানানো হয়েছে, 'আখনূর সেক্টরের লালেয়ালি অঞ্চলে সন্দেহজনক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণ হয়েছে। সীমান্তে প্রহরা চলাকালীন এই বিস্ফোরণ হয়। দু'জনের মৃত্যু হয়েছে। আমাদের সেনা জওয়ানরা ওই অঞ্চলে টহলদারি চালাচ্ছেন। তল্লাশি অভিযান চলছে। দুই বীর, সাহসী সেনা জওয়ানের সর্বোত্তম আত্মত্যাগের প্রতি সম্মান জানাচ্ছে হোয়াইট নাইট কোর।'

নিষ্ক্রিয় মর্টার শেল

মঙ্গলবারই জম্মু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন আখনূর সেক্টরে আরও নাশকতার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। এদিন সকালে মর্টার শেল উদ্ধার হয়। সেটি নিষ্ক্রিয় করেন নিরাপত্তারক্ষীরা। সকাল ১০টা নাগাদ নমন্দর গ্রামের কাছে প্রতাপ ক্যানালে কয়েকজন স্থানীয় ব্যক্তি এই মর্টার শেল দেখতে পান কয়েকজন স্থানীয় ব্যক্তি। তাঁরা পুলিশে খবর দেন। এরপর ঘটনাস্থলে পৌঁছন পুলিশকর্মীরা। বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা মর্টার শেল নিষ্ক্রিয় করেন। কিন্তু এদিনই আইইডি বিস্ফোরণ হল। ফলে ওই অঞ্চলে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে সন্দেহ করছেন নিরাপত্তারক্ষীরা। সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে সেখানে তল্লাশি চালানো হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বাংলাদেশ লাগোয়া সীমান্তে ভয়াবহ বিস্ফোরণ! ছাদ ফুঁড়ে বেরিয়ে এল ৩ জন! ঘটনাস্থলেই মৃত্যু

পাকিস্তানের কোয়েটায় রেল স্টেশনে মারাত্মক বিস্ফোরণ, হত অন্তত ২৪, জখম ৪০

রোহিনীর সিআরপিএফ স্কুলের কাছে বিশাল বিস্ফোরণ, তীব্র আতঙ্ক এলাকায়, কী পরিস্থিতি?

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!