ফেব্রুয়ারির মধ্যে Aadhaar-এ এই বদল না আনলে বন্ধ হবে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা! দিতে হবে কড়া ফাইন

Published : Feb 02, 2025, 12:47 PM ISTUpdated : Feb 02, 2025, 12:48 PM IST

ফেব্রুয়ারির মধ্যে AAdhaar-এ এই বদল না আনলে বন্ধ হবে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা! দিতে হবে কড়া ফাইন

PREV
18

যেকোনও সরকারি কাজে পরিচয়পত্র হিসাবে এখন আধারকার্ডই যথেষ্ট হয়ে গিয়েছে। কিন্তু ফেব্রুয়ারি মাসেই আধারকার্ডে অবশ্যই বদল করতে হবে এই নথি।

28

জানা গিয়েছে ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই আপডেট করে নিতে নিজের আধার কার্ডের সমস্ত নথি। 

38

আপডেট করতে হবে নিজের আধার কার্ডের ঠিকানা ও ছবি। অন্যথা কেওইসি করতে সমস্যা আসতে পারে।

48

এখনও যেকোনও ব্যাঙ্কিং কাজে আধার্কার্ডের ব্যবহার প্রয়োজন। সেক্ষেত্রে অবশ্যই নিজের অ্যাড্রেস আপডেট করতে হবে।

58

আধার কার্ডের আপডেট ঠিকানা কীভাবে আপডেট করবেন, তা অবশ্যই জেনে নিতে হবে। তাহলে সহজেই আপডেট করা যাবে আধার কার্ড।

68

আধার কার্ড আপডেট করতে প্রথমে নিজের নিকটস্থ আধার কার্ড কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া..

78

UIDAI ওয়েবসাইটে গিয়ে নিজের আধার নম্বর দিয়ে নথিভুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দিলেই খুলে যাবে ঠিকানা আপডেট করার পেজ।

88

সেখানে ঠিকানা আপডেট করতে উপযুক্ত প্রমাণপত্র দিয়ে টাকা জমা দিলেই আপডেট করা যাবে ঠিকানা।

click me!

Recommended Stories