পিরিয়ডস চলাকালিন রান্না করলে মেয়েরা পরের জন্মে 'কুত্তি' হবে, বিজেপি নেতার বয়ানে বিতর্ক

  • ঋতুচক্র নিয়ে কুমন্তব্য় করে আবার শিরোনামে গুজরাত
  • সেখানকার এক সাধু সম্প্রতি একটি বিতর্কিত মন্তব্য় করেন
  • তাঁর কথায়, ঋতুুচক্র চলাকালীন মেয়েরা রান্না করলে পরের জন্মে কুকুর হয়ে জন্মাবে
  • আর সেই রান্না ছেলেরা খেলে পরের জন্মে ষাঁড় হয়ে জন্মাবে

ক-দিন আগে ৬৮ জন ছাত্রীর পোশাক খুলে ঋতুচক্র হয়েছে কিনা তা দেখার কুখ্য়াত স্মৃতি এখনও মোছেনি এর মধ্য়েই আবার শিরোনামে গুজরাত প্রসঙ্গও সেই এক-- মেয়েদের ঋতুচক্র

স্বামী নারায়ণ ভুজ মন্দিরের সাধু কৃষ্ণস্বরূপ দাসজি এবার মহিলাদের মাসিক নিয়ে আরও একধাপ এগিয়ে মন্তব্য করলেন তাঁর কথায়, ঋতুচক্র চলাকালীন কোনও মহিলা  যদি রান্না করেন, তাহলে তিনি পরের জন্মে কুত্তী বা মেয়ে কুকুর হয়ে জন্মাবেন! আর ওই দিনগুলোতে তাঁর হাতের তৈরি রান্না খেলে পুরুষরা ষাঁড় হয়ে জন্মাবেন!

Latest Videos

জানা গিয়েছে, এহেন অভূতপূর্ব মন্তব্যের নেপথ্যশিল্পী এই কৃষ্ণস্বরূপ দাসজিও নাকি গুজরাতের সেই স্বামী নারায়ণ মন্দির কমিটির সঙ্গে যুক্ত রয়েছেনওই মন্দির কমিটির তত্ত্বাবধানে চলা স্কুলই দিনকয়েক আগে ৬৮ জন মেয়েকে নগ্ন করে পরীক্ষা করেছিল তাদের ঋতুচক্র চলছে কিনা তা দেখতে যা গোটা কার্যত গোটা দেশের মাথা হেঁট করে দিয়েছিল

ভুজে একটি ধর্মীয় সভায় কাউনসেলিং করার সময়ে ওই সাধু এহেন মন্তব্য় করেন বলে জানা গিয়েছে  তাঁর কথায়, "আপনারা কী মনে করবেন তা জানি না তবে এটাই শাস্ত্রের নিয়ম"

এদিকে এই মন্তব্য়ে প্রশ্ন উঠেছে,  মেয়েদের ঋতুচক্র নিয়ে এদের এত কেন সমস্য়া তা বোধগম্য় নয় মাসের মধ্য়ে যে-কটা দিন এই ঋতুচক্র চলে, সেই সময়ে কি ঘরের কাজ তাহলে বন্ধ থাকবে?  মহিলারা কেউ কেউ বলছেন, তাহলে তো ভালই হয় ওই দিনগুলোতে পুরুষরাই সামাল সামলাবে ঘরগেরস্থালির কাজ

Share this article
click me!

Latest Videos

নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |