প্ল্যান এ সফল না হলে অমিত শাহের কাছে রেডি প্ল্যান বি! তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসবেই বিজেপি?

তিনি বলেন দেশের মানুষদের যেভাবে একের পর এক সুবিধা তুলে দেওয়া হয়েছে তা আগের কোন সরকার করতে পারেনি। গত ১০ বছরে ৪ কোটির বেশি মানুষ পেয়েছেন মাথা গোজার ঠাঁই, ভোট শেষ হওয়ার পর আরও ৩ কোটি মানুষ এই তালিকায় যোগ দেবেন।

এবারও বিপুল সংখ্যা গরিষ্ঠতায় দেশের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন করবেন এবং বিজেপি সমর্থিত এনডিএ পুনরায় সরকার গঠন করবে। পুরোপুরি আত্মবিশ্বাসী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন দেশের মানুষদের যেভাবে একের পর এক সুবিধা তুলে দেওয়া হয়েছে তা আগের কোন সরকার করতে পারেনি। গত ১০ বছরে ৪ কোটির বেশি মানুষ পেয়েছেন মাথা গোজার ঠাঁই, ভোট শেষ হওয়ার পর আরও ৩ কোটি মানুষ এই তালিকায় যোগ দেবেন।

শাহ আরও বলেন কৃষকদের সরাসরি আর্থিক সাহায্য, বাড়িতে বাড়িতে বিনামূল্যে রান্নার গ্যাস কানেকশন, রেলের ব্যাপক উন্নতি, চিকিৎসা ব্যবস্থার উন্নতি সহ বিভিন্ন ক্ষেত্রে যেভাবে উন্নতি করা হয়েছে তাতে ৬০ কোটির বেশি উপভোক্তা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন দরকার। আর তাই তিনি কোনভাবেই ২৭২ এর কম আসন পাওয়ার সম্ভাবনা দেখতেই পাচ্ছেন না।

Latest Videos

সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাতকারে অমিত শাহ এই তথ্য তুলে ধরেন। উল্লেখ্য, কেন্দ্র সরকার গঠন করার জন্য কমকরে ২৭২টি আসন দরকার সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করতে। এক্ষেত্রে বিজেপি এবার ৪০০ আসনের লক্ষ্যমাত্রা নিয়ে নামলেও সরকার গঠনের জন্য তারা প্ল্যান বি রেডি করে রেখেছে এমনটাই জানিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৪০০ আসনের লক্ষ্যমাত্রা হলো প্ল্যান এ, কিন্তু তাতে যদি সফলতা না আসে অর্থাৎ ২৭২ আসন না আসে তাহলে সরকার গঠনের জন্য তাদের কাছে রেডি রয়েছে প্ল্যান বি।

এক্ষেত্রে প্রশ্ন উঠছে বিজেপির প্ল্যান বি তাহলে কি? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এই রকম কোনো সম্ভাবনা দেখছেন না যে বিজেপি ২৭২ আসন পার করতে পারবে না। সুতরাং প্ল্যান বি তখনই প্রয়োগ করার প্রয়োজন আসে যখন প্ল্যান এ সফল হওয়ার ক্ষেত্রে ৬০ শতাংশের কম সম্ভাবনা থেকে যায়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Bangladesh-এ এবার চিন্ময় কৃষ্ণ দাসের ভক্তদের উপর আক্রমণ, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
কলকাতার রাজপথে ফের প্রতিবাদের মশাল মিছিল! প্রভু চিন্ময়ের মুক্তির দাবিতে চললও বিক্ষোভ মিছিল
হিন্দুনেতা Chinmay Krishna Das-এর গ্রেফতারি, বাংলাদেশের বিরুদ্ধে বড় পদক্ষেপের ঘোষণা Suvendu-র
'আমরা কিন্তু চুপ করে বসে থাকব না Yunus' চিন্ময় প্রভুর গ্রেফতারিতে চরম হুঁশিয়ারি Agnimitra-র
Suvendu Adhikari Live: সাংবাদিক বৈঠকে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি