EPFO এর গ্রাহক হলে সাবধান হয়ে যান, শূন্য হয়ে যেতে পারে আপনার PF এ সারা জীবনের জমানো টাকা

EPFO তার সদস্যদের প্রতারণার বিরুদ্ধে সতর্ক করেছে। অজানা ব্যক্তির সাথে UAN, পাসওয়ার্ড, OTP, বা ব্যাঙ্কের তথ্য শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। EPFO কখনই গ্রাহকদের কাছে এই তথ্য চাইবে না।
Deblina Dey | Published : Jan 8, 2025 5:12 PM / Updated: Jan 08 2025, 05:13 PM IST
113

আপনি যদি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-এর সদস্য হন বা এতে অ্যাকাউন্ট থাকে তবে খুব সাবধান। 

213

কারণ আপনার এই অ্যাকাউন্টের উপর নজর পড়েছে প্রতারকদের। 

313

তারা এরাব আপনার সারা জীবনের জমানো এই পুঁজি আত্মসাৎ করতে চায়। 

413

তাই আগে থেকে সাবধান হয়ে যান। এই জালিয়াতি এড়াতে EPFO-তার কোটি কোটি গ্রাহকদের এই বিষয়ে সতর্ক করেছে। 

513

সেই সঙ্গে জানিয়েছে আপনার তখ্য অজানা কারও সঙ্গে শেয়ার না করার জন্য।

613

এই বিষয়ে EPFO-তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পে়জে এই বিষয়ে পোস্ট করে লিখেছে।

713

সংস্থা লিখেছে যে, আপনার UAN, পাসওয়ার্ড, OTP, বা ব্যাঙ্কের বিবরণ অজানা কারও সঙ্গে শেয়ার করবেন না। 

813

EPFO কখনই এই তথ্য তার গ্রাহকদের থেকে চাইবে না। আপনার অর্থ সুরক্ষিত রাখার জন্য এই বিবরণগুলি রক্ষা করা অপরিহার্য। 

913

এগুলি কখনোই কোনও কারণে কারও সঙ্গে শেয়ার করবেন না।

1013

EPFO-এর এই সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ। প্রতারকদের এই ধরণের কাজ প্রতিনিয়তই বাড়ছে। 

1113

তাই সংস্থা তার গ্রাহকদের কষ্টের সঞ্চয় রক্ষা করতেই এই পোস্ট করেছে। 

1213

তাই কখনই নিজের প্রধান কোনও নথি কোনও অজানা ব্যক্তির সঙ্গে ভুলেও শেয়ার করবেন না। 

1313

আপনার অ্যাকাউন্টের নিরপত্তার দায়িত্ব খানিকটা আপনাকেও নিতে হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos