বাজেটে হবে অষ্টম পে কমিশনের ঘোষণা, হাতে আসবে ৫১, ০০০ টাকা, জেনে নিন আর কী সুবিধা মিলবে কেন্দ্রীয় কর্মীদের

Published : Jan 08, 2025, 03:10 PM IST

কেন্দ্রীয় বাজেট ২০২৫-এ ৮ম পে কমিশন নিয়ে জল্পনা চলছে। কেন্দ্রীয় কর্মচারীরা বেতন বৃদ্ধির আশায় বাজেটের দিকে তাকিয়ে আছেন। নতুন খবর অনুযায়ী, বাজেটেই ৮ম পে কমিশন গঠনের ঘোষণা হতে পারে।

PREV
110

কেন্দ্রীয় বাজেট ২০২৫ দিন ঘনিয়ে আসছে তত জলঘোলা হচ্ছে ৮ম পে কমিশন নিয়ে। কেন্দ্রীয় কর্মচারী সংগঠনগুলো এর আগেও নতুন পে কমিশনের দাবি তুলেছে।

210

তবে, কবে অষ্টম পে কমিশন গঠিত হবে আর এতে সরকারি কর্মীরা কীভাবে উপকৃত হবেন তা নিয়ে চলছে জলঘোলা।

310

এই নিয়ে প্রকাশ্যে এল বিশেষ খবর। জানা গিয়েছে, অষ্টম পে কমিশনের কথা ঘোষণা হতে পারে আগামী বাজেটে।

410

কেন্দ্রীয় কর্মীরা আসন্ন বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের আপডেটের দিকে নজর রেখেছেন।

510

কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬ দেশে পেশ করা হবে ১ ফেব্রুয়ারি। তার আগে এই নিয়ে বৈঠক করেছেন অর্থমন্ত্রী সীতারামন।

610

তারপরই শোনা যাচ্ছে, বাজেটে ঘোষণা হতে পারে অষ্টম পে কমিশনের কথা। ফলে বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন।

710

গত ৩ ডিসেম্বর অর্থ মন্ত্রক রাজ্যসভায় বলেছিল যে বর্তমানে সরকারের কাছে ৮ তম বেতন কমিশন গঠনের প্রস্তাব নেই।

810

যে খবর চাওড় হতে হতাশ হন সকলে। এবার প্রকাশ্যে এল নয়া খবর। শোনা যাচ্ছে গঠিত হবে পে কমিশন। তার ঘোষণা হবে বাজেটেই।

910

২০১৬ সালে ৭তম পে কমিশন গঠিত হয়েছিল। তারপর ১০ বছর পর ৮ম পে কমিশন গঠিত হবে।

1010

এর ফলে কর্মীদের নূন্যতম বেতন হবে ৫১ হাজার টাকা।

click me!

Recommended Stories