প্রতিদিন এক কাপ চায়ের দাম বাঁচাতে পারলেই জমবে ৩০ লক্ষের বেশি টাকা! জানুন কিভাবে?

Published : Mar 26, 2025, 08:27 PM ISTUpdated : Mar 26, 2025, 08:54 PM IST

বর্তমান মুদ্রাস্ফীতিতে মধ্যবিত্তের সঞ্চয় করা কঠিন। পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে অল্প টাকা জমিয়ে ভালো সঞ্চয় করা সম্ভব, যেখানে ব্যাংকের চেয়ে বেশি সুবিধা পাওয়া যায়।

PREV
111

এখন এই মুদ্রা স্ফিতীর বাজারে প্রায় প্রতিটি মধ্যবিত্ত পরিবারের একই পরিস্থিতি। এর মধ্যে বেশিরভাগ সোশ্যাল মিডিয়ায় স্টেটাস দেখানোর চক্করে দেনার দায়ে কুপোকাত।

211

যারা আবার এই দলে নেই, একটু বুদ্ধিমান তারা এই সোশ্যাল মিডিয়া শুধু দেখে যায়। নিজের পোস্ট দেওয়ার বিষয়ে বা নিজের বিষয়ে জানানোর বিষয়ে আগ্রহী নয়।

411

এবার আপনাদের জানাই টাকা সঞ্চয়ের সবথেকে সহজ উপায়, জানলে আপনিও ভাববেন এতদিন সময় নষ্ট হল-

511

এখন ব্যাঙ্কে টাকা রাখা না রাখা সমান, সুদ চোখে পড়ে না। তারপর নানা কারনে টাকা কেটে যায় আপনার অ্যাকাউন্ট থেকে।

611

এক কথায় ব্যাঙ্কের অনেক ঝামেলা মিনিমাম ব্যালেন্স মেইনটেইন, এসএমএস এর টাকা- অনেক ঝামেলা।

711

তাই ব্যাঙ্ক নয় 'পুরনো চাল ভাতে বাড়ে' অ্যাকাউন্ট খুলুন পোস্ট অফিসে। এখানে প্রচুর এমন স্কিম রয়েছে যেখানে অল্প অল্প টাকা জমিয়ে আপনি নিজের মতো সঞ্চয় করতে পারবেন।

811

এখানে ৫ বছরের জন্য করতে পারেন একটি ফিক্সড ডিপোসিট এই প্রকল্পে প্রতিদিনের ৫০ টাকা অর্থাৎ মাসে ১৫০০ টাকা জমিয়ে আপনি কয়েক লাখ টাকা জমিয়ে ফেলতে পারবেন।

911

প্রতিদিন কত টাকা বাইরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে খরচ করি, সেখানে থেকে মাত্র ৫০ টাকা করে সরালেই আপনি এই স্কিমে টাকা জমাতে পারবেন।

1011

এখানে ১২টি কিস্তি জমা দেওয়ার পরে প্রায় ৫০ শতাংশ লোন প্রয়োজনে নিতে পারবেন। ১৯ বছর থেকে শুরু করে ৫৯ বছর বয়সী পর্যন্ত সকলেই বিনিয়োগ করতে পারবেন।

1111

তাই আর দেরি নয় দ্রুত শুরু করে দিন সঞ্চয়, পরিবারের পাশে দাঁড়ানোর সময় এসে গিয়েছে।

click me!

Recommended Stories