সদ্য RBI-র পক্ষ থেকে দারি করা হল এক বিশেষ নির্দেশ। যা বিপাকে ফেলতে চলেছে সাধারণ মানুষকে।
এবার থেকে এক ব্যক্তির একাধিক অ্যকাউন্ট থাকলে সে পড়তে পারেন বিপদে। কাটা হবে জরিমানা।
আপনার নামে একাধিক অ্যাকাউন্ট থাকলে ব্যাঙ্ক কেটে নিতে পারে ১০ হাজার টাকা জরিমানা। জারি হল এমনই নির্দেশ।
বর্তমানে প্রায় সকলেরই একাধিক অ্যাকাউন্ট আছে। তবে কি সকলে পড়তে চলেছেন বিপাকে?
না এমনটা নয়। RBI-র জারি হওয়া নির্দেশিকায় বলা হচ্ছে ভিন্ন কিছু।
আপনার নামে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে আর তা দিয়ে যদি ভুয়ো ট্রানজাকশন হয়, তাহলে আপনি পড়বেন বিপাকে।
ব্যাঙ্কের কোনও অ্যাকাউন্ট দিয়ে সন্দেহজনক ট্রানজাকশন হলে পদক্ষেপ নিতে পারে ব্যাঙ্ক।
সেক্ষেত্রে কাটা হবে ১০ হাজার টাকা জরিমানা। এমনই নির্দেশ জারি করল RBI।
সদ্য প্রকাশ্যে এসেছে এমনই খবর। সতর্ক হল এখন থেকে।
আপনার নামে একাধিক অ্যাকাউন্ট থাকলে আর তা দিয়ে ভুয়ো ট্রানজাকশন হলে দিতে হবে জরিমানা।
Sayanita Chakraborty