আপনার নামে একাধিক অ্যাকাউন্ট থাকলে দিতে হবে কড়কড়ে ১০ হাজার টাকা জরিমানা, নয়া নির্দেশ RBI-র

Published : Mar 22, 2025, 08:54 AM IST

RBI-এর নতুন নির্দেশিকায় একাধিক অ্যাকাউন্ট থাকলে জরিমানা হতে পারে। তবে, এই নিয়ম শুধুমাত্র ভুয়ো লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য। সন্দেহজনক লেনদেন হলেই ব্যাঙ্ক ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে।

PREV
110

সদ্য RBI-র পক্ষ থেকে দারি করা হল এক বিশেষ নির্দেশ। যা বিপাকে ফেলতে চলেছে সাধারণ মানুষকে।

210

এবার থেকে এক ব্যক্তির একাধিক অ্যকাউন্ট থাকলে সে পড়তে পারেন বিপদে। কাটা হবে জরিমানা।

310

আপনার নামে একাধিক অ্যাকাউন্ট থাকলে ব্যাঙ্ক কেটে নিতে পারে ১০ হাজার টাকা জরিমানা। জারি হল এমনই নির্দেশ।

410

বর্তমানে প্রায় সকলেরই একাধিক অ্যাকাউন্ট আছে। তবে কি সকলে পড়তে চলেছেন বিপাকে?

510

না এমনটা নয়। RBI-র জারি হওয়া নির্দেশিকায় বলা হচ্ছে ভিন্ন কিছু।

610

আপনার নামে যদি একাধিক অ্যাকাউন্ট থাকে আর তা দিয়ে যদি ভুয়ো ট্রানজাকশন হয়, তাহলে আপনি পড়বেন বিপাকে।

710

ব্যাঙ্কের কোনও অ্যাকাউন্ট দিয়ে সন্দেহজনক ট্রানজাকশন হলে পদক্ষেপ নিতে পারে ব্যাঙ্ক।

810

সেক্ষেত্রে কাটা হবে ১০ হাজার টাকা জরিমানা। এমনই নির্দেশ জারি করল RBI।

910

সদ্য প্রকাশ্যে এসেছে এমনই খবর। সতর্ক হল এখন থেকে।

1010

আপনার নামে একাধিক অ্যাকাউন্ট থাকলে আর তা দিয়ে ভুয়ো ট্রানজাকশন হলে দিতে হবে জরিমানা।

click me!

Recommended Stories