DA Hike: রাজ্য সরকার ৩% মহার্ঘ ভাতা বৃদ্ধি করায় কেন্দ্রের সঙ্গে ফারাক কতটা কমলো? কার্যকর এপ্রিলেই

DA Hike:বাজেটেই ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে সরকার। মহার্ঘ ভাতা বা ডিএ-এর পাশাপাশি বৃদ্ধি করা হল ডিআরও। কমলো কেন্দ্রের সঙ্গে ফারাক। 

 

Saborni Mitra | Published : Mar 21, 2025 10:44 PM
110
বাজেটি ডিএ ঘোষণা

বাজেটেই ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে সরকার। মহার্ঘ ভাতা বা ডিএ-এর পাশাপাশি বৃদ্ধি করা হল ডিআরও।

210
সুবিধে পাবেন

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সরকারি কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদেরও সুবিধে হবে।

310
রাজ্য কেন্দ্রের ফারাক

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে রাজ্য ও কেন্দ্রের ডিএর ফারাক অনেকটাই কমে গেল।

410
কার্যকর

নতুন এই ডিএ কার্যকর হবে ১ এপ্রিল থেকে।

510
ঘোষণা

শুক্রবার ত্রিপুরা সরকার বাজেটেই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে।

610
ডিএ বা মহার্ঘ ভাতার পরিমাণ

আগামী এপ্রিল থেকে তাঁদের প্রাপ্ত ডিএ এবং ডিআরের পরিমাণ বেড়ে দাঁড়াবে ৩৩ শতাংশ। আপাতত তাঁরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৩০ শতাংশ হারে ডিএ বা ডিআর পাবেন ত্রিপুরায়।

710
ফারাক কমলো

আর সেই ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ত্রিপুরার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-এর ফারাক কমে দাঁড়াল ২০ শতাংশ।

810
কেন্দ্রের কর্মীদের ডিএ

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন সপ্তম বেতন কমিশনের আওতায় ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

910
ডিএ বৃদ্ধি

নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় সরকার মার্চ মাসে আরও এক দফা ডিএ বৃদ্ধি করতে পারে।

1010
বাংলার সরকারি কর্মীদের ডিএ

এই বছর বাজেটেও বাংলার সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করা হয়েছে ৩ শতাংশ। এপ্রিল তা হাতে পাবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos