দারুন খবর, মাসে মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেবে মোদী সরকার, জেনে নিন কীভাবে আবেদন করবেন

Published : Feb 27, 2025, 09:43 AM IST

মোদী সরকার নতুন একটি স্কিম চালু করেছে যার মাধ্যমে মাসে মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে। ই-শ্রম কার্ডধারী অসংগঠিত ক্ষেত্রের কর্মী এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা এই সুবিধা পাবেন। আয়করদাতা এবং EPFO, ESIC কর্মীরা এই প্রকল্পের আওতায় পড়বেন না।

PREV
110

দিল্লি জয়ের পর শুধু দিল্লি নয় সারা দেশবাসীর জন্য বিশেষ সুবিধা নিয়ে এল মোদী সরকার। এবার মাসে মাসে দেবে মোটা টাকা।

210

জানা যাচ্ছে, নয়া স্কিম চালু করছে মোদী। এবার মাসে মাসে ৩ হাজার টাকা করে দেবে মোদী সরকার।

310

চালু করছে এক বিশেষ কার্ড। যে কার্ড থাকলে মাসে মাসে মিলবে ৩ হাজার টাকা করে।

410

নরেন্দ্র মোদী কর্তৃক চালু হওয়া এই বিশেষ কার্ডের নাম ই শ্রম কার্ড। অসংগঠিত ক্ষেত্রে কর্মী বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা কোনও নির্দিষ্ট স্থায়ী আয়ের উৎস পান না, তারা সকলে এই কার্ডের জন্য আবেদন করতে পারেন।

510

তবে, যারা আয়কর জমা দেন তারা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন না। তেমনই EPFO, ESIC কর্মীরা এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন।

610

এই প্রকল্পে বহু দরিদ্র মানুষ উপকৃত হবেন বলে আশা। ১৬ বছর বয়সের পরই এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন।

710

এতে শুধু পেনশন নয়, একাধিক সুবিধা মিলবে। তাই দেরি না করে আবেদন করে ফেলুন।

810

ই শ্রম কার্ডের জন্য আবেদন করতে পারেন ঘরে বসেই। প্রথমে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যান।

910

সেখানে নিউ রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। তারপর রেজিস্ট্রেশন অন ই লেবার অপশনটি বেছে নিন।

1010

আপনার মোবাইল নম্বর দিন। আপনার ফোনে আসবে ওটিপি। আপনার ব্যক্তিগত সকল তথ্য দিয়ে সাবমিট করে দিন। এভাবে আবেদন করলে মিলবে মাসে মাসে ৩ হাজার টাকা।

click me!

Recommended Stories