সারা দেশের মানুষের অত্যন্ত প্রয়োজনীয় পরিষেবা হল রান্নার গ্যাস। এই পরিষেবা অব্যাহত রাখা এবং ভর্তুকি পাওয়ার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নিয়ম চালু করা হয়েছে।
রান্নার গ্যাস পরিষেবা অব্যাহত রাখার জন্য সারা দেশে ই-কেওয়াইসি বাধ্যতামূলক
সারা দেশে যাঁদের নামে রান্নার গ্যাসের সংযোগ রয়েছে, তাঁদের আধারের মাধ্যমে ই-কেওয়াইসি করতে হবে। সব রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা এই নিয়ম চালু করেছে।
210
গ্রাহকদের পরিচয় যাচাই করার জন্যই কেন্দ্রীয় সরকার এলপিজি-র ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে
সারা দেশে যাঁদের নামে রান্নার গ্যাসের সংযোগ রয়েছে, তাঁদের পরিচয়ের বিষয়ে নিশ্চিত হতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই কারণেই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি এলপিজি গ্রাহকদের জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক করেছে।
310
রান্নার গ্যাসের ভুয়ো গ্রাহকদের চিহ্নিত করে বাদ দিতে চাইছে কেন্দ্রীয় সরকার
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, কোনও গ্রাহক জাল নথির মাধ্যমে রান্নার গ্যাসের সংযোগ নিয়েছেন কি না, সেটা নিশ্চিত করার জন্যই আধারের মাধ্যমে ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে।
410
এলপিজি গ্রাহকরা রান্নার গ্যাস সংযোগ কেন্দ্রে গিয়ে বা ডেলিভারি বয়ের সাহায্য নিয়ে ই-কেওয়াইসি করতে পারেন
বাড়ির কাছে রান্নার গ্যাস সংযোগের যে কেন্দ্র আছে, সেখানে গিয়ে আধার ও মোবাইল অ্যাপের মাধ্যমে ই-কেওয়াইসি করা যেতে পারে। রান্নার গ্যাসের ডেলিভারি বয়ের সাহায্য নিয়েও ই-কেওয়াইসি করা যেতে পারে।
510
কোথাও না গিয়ে বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে সহজে ই-কেওয়াইসি করা যায়
এখন বেশিরভাগ মানুষের হাতেই স্মার্টফোন আছে। এই স্মার্টফোন ব্যবহার করে মোবাইল অ্যাপের মাধ্যমে এলপিজি-র ই-কেওয়াইসি করে নেওয়া যায়।
610
মোবাইল অ্যাপের মাধ্যমে কীভাবে বাড়িতে বসেই এলপিজি-র কে-ওয়াইসি করা যায় জেনে নিন
মোবাইল নাম্বারের সঙ্গে যদি আধারের সংযোগ থাকে, তাহলেই বাড়িতে বসে এলপিজি-র কে-ওয়াইসি করা সম্ভব।
710
ই-কেওয়াইসি করতে হলে সবার আগে স্মার্টফোনে নির্দিষ্ট সংস্থার অ্যাপ ডাউনলোড করুন
ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা হিন্দুস্তান পেট্রোলিয়াম, আপনি যে সংস্থার গ্রাহক, স্মার্টফোনে সেই সংস্থার অ্যাপ ডাউনলোড করতে হবে।
810
ই-কেওয়াইসি করতে হলে এলপিজি কনজিউমার নাম্বার দরকার হবে, ফোনে ওটিপি আসবে
নির্দিষ্ট সংস্থার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে এলপিজি কনজিউমার নাম্বার দিতে হবে। তারপর ফোনে ওটিপি আসবে। সেই ওটিপি দেওয়ার পর ই-কেওয়াইসি অপশনে যাওয়া যাবে।
910
ই-কেওয়াইসি করতে হলে আধার নাম্বার দিতে হবে এবং ফের ফোনে ওটিপি আসবে
এলপিজি কে-ওয়াইসি করতে হলে আধার নাম্বার যাচাই করার জন্য স্মার্টফোনে ওটিপি আসবে। সেই ওটিপি দিতে হবে।
1010
এলপিজি ই-কেওয়াইসি-র শেষ ধাপে আধার অ্যাপের মাধ্যমে গ্রাহকের মুখ মিলিয়ে নেওয়া হবে
এলপিজি কে-ওয়াইসি-র শেষ ধাপে আধার অ্যাপের মাধ্যমে গ্রাহকের মুখের ছবি তোলা হয়। এই ছবি মিলে গেলে সব প্রক্রিয়া শেষ হয়।