ট্রেনে এই জিনিস নিয়ে উঠলেই সঙ্গে সঙ্গে জেল! হাজার সাধ্য-সাধনা করলেও ছাড় পাবেন না, জেনে নিন
ট্রেনে তো কম বেশি আমরা প্রত্যেকেই চাপি। কিন্তু ট্রেনের কিছু বিশেষ নিয়ম সম্পর্কে আমরা অনেকেই অবগত নই।
এমন কিছু নিয়ম রয়েছে যা না মানলে জেলে পর্যন্ত যেতে হতে পারে।
রেলের এই নিয়ম না মানলেই হতে পারে জরিমানা বা জেল।
আসুন জেনে নেওয়া যাক কী এমন নিয়ম যা না মানলেই রেলের তরফে জেলে পাঠান হতে পারে?
ট্রেনে ওঠার সময় কখনই বিপদজনক সামগ্রী বহন করা চলবে না। যেমন পেট্রোল, ডিজেল বা কেরোসিনের মতো দাহ্য পদার্থ।
বিস্ফোরক বা আতশবাজি ও আগ্নেয়াস্ত্রের মতো দ্রব্যগুলিও বহন করা যাবে না রেলে চাপলে।
ট্রেনের ভিতরে কখনও ধূমপান করা চলবে না। এ ছাড়াও অতিরিক্ত লাগেজ বহন করতে পারবেন না যাত্রীরা।
স্লিপার কোচে কখনই কোনও পোষ্যকে নিয়ে ওঠা যাবে না। তাহলে জরিমানা সহ নামিয়ে দেওয়া হবে।