'ওগুলো তো প্রসাদ'! গাঁজা সমেত পুলিশের হাতে পাকড়াও হতেই বলে উঠলেন 'আইআইটি বাবা'

সংক্ষিপ্ত

পুলিশের জালে আইআইটি বাবা।

বহুচর্চিত অভয় সিংহ তথা ‘আইআইটি বাবা’ এবার গ্রেফতার পুলিশের হাতে। জানা যাচ্ছে, গাঁজা সমেত পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। যদিও ‘IIT বাবা দাবি করেছেন, ‘ওগুলো আসলে ‘প্রসাদ’। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। সেখানে একটি হোটেলে ছিলেন তিনি।

কিছু ঝামেলার খবর পেয়েই ওই হোটেলে পৌঁছে যায় পুলিশ। তখনই আইআইটি বাবার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। আর এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদও চালায় পুলিশ। যদিও পরে আবার তাঁকে ছেড়েও দেওয়া হয় বলে খবর। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, পুলিশ জানিয়েছে, তাঁর থেকে স্বল্প পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে তা অনুমিত সীমার মধ্যেই ছিল।

Latest Videos

তবে কত পরিমাণ গাঁজা আইআইটি বাবার কাছ থেকে পাওয়া গেছে, তা যদিও এখনও জানা যায়নি। তবে মাদক সংক্রান্ত এনডিপিএস আইন অনুযায়ী, স্বল্প পরিমাণ গাঁজা বলতে বোঝায় সর্বাধিক ১০০ গ্রাম। পুলিশের থেকে ছাড়া পাওয়ার পর আইআইটি বাবা বলেন যে, “কিছুটা প্রসাদের গাঁজা পুলিশ পেয়েছে।”

তিনি দাবি করেছেন, হোটেলের কেউ নাকি পুলিশকে জানিয়ে দিয়েছিলেন তিনি আত্মহত্যার চেষ্টা করছেন। সেই সূত্র ধরেই পুলিশ হটাৎ পৌঁছে যায় হোটেলে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলার সময় থেকেই ‘আইআইটি বাবা’-র আত্মপ্রকাশ। আর তখন থেকেই তাঁকে ঘিরে আলোচনা শুরু হয়।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে তাঁর একাধিক ভিডিও। বাবার দাবি, আইআইটি মুম্বই থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন তিনি। তারপর বিদেশে মোটা বেতনের চাকরিও পেয়েছিলেন। কিন্তু সেইসব ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাসের পথ বেছে নিয়েছেন বলে দাবি করেছেন ‘আইআইটি বাবা’।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'৬০০ জনের নাম ও ছবি দিয়েছি, সবকটা গুন্ডা জেলে যাবে' চরম হুঙ্কার শুভেন্দুর | Suvendu on Murshidabad
'আমাদেরকে বাঁচান ওঁরা আমাদের...', সুকান্তর কাছে কাঁতর আর্জি মুর্শিদাবাদের হিন্দুদের