স্বর্ণশিল্পী, অস্ত্র নির্মাতা, খেলনা ও পুতুল নির্মাতা, কেশসজ্জাশিল্পী, কামার, মুচি, মালাকার, নৌকো নির্মাণকারী, কুমোর, মাছ ধরার জাল প্রস্তুতকারী, রাজমিস্ত্রি, সেলাইকারক, তালা নির্মাতা প্রমুখ পেশার সঙ্গে জড়িত ব্যক্তিরা কেন্দ্রের এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করাতে পারেন। এই স্কিমের অধীন প্রশিক্ষণ দেওয়ার সময় ওই ব্যক্তিকে রোজ ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।