মাসে নয়, এই প্রকল্পে প্রতিদিন মিলবে ৫০০ টাকা! কেন্দ্র সরকারের দুর্দান্ত স্কিম! কারা সুবিধা পাবেন?

Published : Apr 22, 2025, 12:55 PM IST

কেন্দ্র সরকারের তরফ থেকে দুর্দান্ত সুযোগ। আজ এমন একটি কেন্দ্রীয় সরকারি (Central Government) প্রকল্পের বিষয়ে আলোচনা করা হবে যে স্কিমের (Central Government Scheme) অধীন রোজ ৫০০ টাকা দেওয়া হয়! কারা আবেদন করতে পারবেন? রইল বিস্তারিত খবর।

PREV
111

দেশবাসীর সুবিধার্থে একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার।

211

এই সরকারি স্কিমগুলির (Government Scheme) মাধ্যমে উপকৃত হয়েছেন অগুনতি মানুষ।

411

সেই স্কিমের (Central Government Scheme) অধীন রোজ ৫০০ টাকা দেওয়া হয়, সেই সঙ্গেই স্বল্প সুদে ঋণ পাওয়ার সুবিধাও মেলে।

511

কেন্দ্রের এই প্রকল্পের (Government Scheme) সুবিধা কারা পাবেন?

এদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশবাসীর জন্য একাধিক উদ্যোগ নিয়েছেন নরেন্দ্র মোদী, চালু করেছেন নানান প্রকল্প।

611

এমনই একটি স্কিম হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। ২০২৩ সালে এই প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার।

711

এই যোজনার সম্পূর্ণ নাম হল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা।

811

জানা যাচ্ছে, এই প্রকল্পের অধীন মোট ১৮টি ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা সুবিধা পেয়ে থাকেন।

911

এই সরকারি যোজনার (PM Vishwakarma Yojana) মাধ্যমে একদিকে যেমন তাঁদের প্রশিক্ষণ দেওয়া হয়।

1011

সেই সঙ্গেই তাঁদের ব্যবসা বাড়াতে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন রোজকার হাতখরচের জন্য বৃত্তিও দেওয়া হয়।

1111

স্বর্ণশিল্পী, অস্ত্র নির্মাতা, খেলনা ও পুতুল নির্মাতা, কেশসজ্জাশিল্পী, কামার, মুচি, মালাকার, নৌকো নির্মাণকারী, কুমোর, মাছ ধরার জাল প্রস্তুতকারী, রাজমিস্ত্রি, সেলাইকারক, তালা নির্মাতা প্রমুখ পেশার সঙ্গে জড়িত ব্যক্তিরা কেন্দ্রের এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করাতে পারেন। এই স্কিমের অধীন প্রশিক্ষণ দেওয়ার সময় ওই ব্যক্তিকে রোজ ৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।

click me!

Recommended Stories