বিরল জ্যোতির্বিদ্যাগত ঘটনা:
ছায়াশূন্য দিন হল বছরে মাত্র দুবার ঘটে এমন একটি বিরল জ্যোতির্বিদ্যাগত ঘটনা। একে ছায়াশূন্য দিন বা শূন্য ছায়ার দিন বলা হয়।
বেঙ্গালুরুতে ২৪শে এপ্রিল দুপুর ঠিক ১২.১৭ মিনিটে শূন্য ছায়ার ঘটনা দেখা যাবে বলে জানিয়েছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্সের (IIA) বিজ্ঞানীরা। সেই অনুযায়ী আগামী বৃহস্পতিবার দুপুরে সূর্য যখন ঠিক মাথার উপরে থাকবে তখন 'শূন্য ছায়া'র ঘটনা দেখা যাবে।