মধ্যবিত্তের জন্য সুখবর! ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কমবে আয়কর, নয়া উদ্যোগ Modi সরকারের

Published : Dec 31, 2024, 09:02 AM IST
nancy tiwari

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মধ্যবিত্ত শ্রেণির করদাতাদের সমস্যা ও চাহিদার কথা উল্লেখ করেছেন এবং করছাড়ের বিষয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরেছেন।

মধ্যবিত্ত শ্রেণির করদাতাদের সমস্যা ও চাহিদার নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানান, গত বাজেট আয়ের ওপর করছাড়ের বিষয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের পকেটে বাড়তি অর্থ রাখার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, আমি মধ্যবিত্তের করছাড়ের দাবিকে সম্মান করি। আমি আরও কিছু করতে চাই, তবে কর ব্যবস্থার সীমাবন্ধতা রয়েছে। তাই বেতনভোগী মানুষদের সুবিধার্থে স্ট্যান্ডর্ড ডিডাকশন ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫,০০০ টাকা করা হয়েছে।

এই পরিবর্তনের পাশাপাশি করের হারে সংশোধনের মাধ্যমে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত উভয়ের জন্য ধাপে ধাপে ছাড়ের সুবিধা রাখা হয়েছে।

জানা গিয়েছে, এবার থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে কড়ছাড়ের সীমা বাড়ানোর কথা ভাবছে কেন্দ্র। যা শহরের উচ্চ জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা লক্ষাধিক করদাতার জন্য উপকারী হতে পারে। বর্তমানে ২০২০ সালের কর ব্যবস্থায় ৩ লক্ষ থেকে ১৬ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ থেকে ২০ শতাংশ হারে কর ধার্য হয়। এরপর ১৫ লক্ষ টাকার ওপর ৩০ শতাংশ কর দিতে হত।

নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে করদাতারা ঘরভাড়ার মতো ছাড় ছাড়াই এই কর ব্যবস্থার অধীনে সুবিধা পাবেন। সীতারামণ জানান, ছাত্রদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত শিক্ষাঋণে সুদে ভর্তুকি এবং সাশ্রয়ী মূল্যের আবাসনের জন্য বিশেষ সুবিধা পরিবারের আর্থিক ভার লাঘব হবে।

ভারতের আর্থিক বৃদ্ধি সাম্প্রতিক ত্রৈমাসিকে সাত বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় পৌঁছেছে। এর সঙ্গে খাদ্যপণ্যের উচ্চমূল্য বৃদ্ধি ভোক্তাদের ব্যয় সংকুচিত করেছে। গত দশকের ৫০ লক্ষ থেকে ১ কোটি আয়ের করদাতার সংখ্যা ৪৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, মুম্বই হামলার 'দায়' নিয়ে ছেড়ে ছিলেন মন্ত্রিত্ব
নতুন শ্রম আইনে আপনার বেতনের পরিমাণ খুব বেশি কমবে না,কারণ জানাল মন্ত্রক