স্বাধীনতা দিবসে মহাপুরুষদের এই ১০ বাণী, যা আজকের দিনে প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন
নিউ দিল্লি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে। স্কুল, কলেজ, বিভিন্ন সরকারী দপ্তরে যথাযথ মর্যাদার সঙ্গে উত্তোলন করা হবে দেশের জাতীয় পতাকা। মহাপুরুষদের বলে যাওয়া বানী যা স্বাধীনতা দিবস উপলক্ষে আপনিও শেয়ার করুন এবং ভারতীয় হওয়ার জন্য গর্ববোধ করুন
deblina dey | Published : Aug 14, 2023 8:01 AM IST
নেতাজি সুভাষচন্দ্র বসু দেশভাগের সময় এই স্লোগান দিয়েছিলেন
আমরা ধর্মের ভেদাভেদে দেশ ভাগ হতে দেখেছি। তাই আর ধর্মের নামে লড়াই নয়, বরং এবার দেশের ঐক্যতা রক্ষার স্বার্থে হাতে হাত মেলাই।-
প্রতিটি পরাধীন ভারতবাসীর মনে শক্তির জোগান দিয়েছিল রবিগুরুর এই কবিতা
চিত্ত যেথা ভয় শূণ্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর-
সাইমন গো ব্যক
সাইমন কমিশনের বিরুদ্ধে লালা রাজপত রাই-এর এই স্লোগানে মুখরিত হয়েছিল দেশ-
রামপ্রসাদ বিসমিল-এর লেখা এই কবিতা স্বাধীনতা সংগ্রামের এক অনুপ্রেরণা হয়ে ওঠে
সারফারোসি কি তামান্না অব হামারে দিল ম্যায় হ্যায়
দেখ না হ্যায় জোর কিতনা বাজুয়ে কাতিল ম্যায় হ্যায়-
তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো-
নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুর থেকে দেশবাসীয় উদ্দেশ্যে এই স্লোগান দিয়েছিলেন।
- নেলসন ম্যান্ডেলা
''স্বাধীনতা দীর্ঘজীবী হোক। মানুষের সবচেয়ে বড় এই কৃতিত্ব কেউ যেন কখনও ভুলে না যায়''
বি.আর. আম্বেদকর
মনের স্বাধীনতা হল আসল স্বাধীনতা, যে মানুষ চেনে বাঁধা নেই, অথচ তাঁর মন স্বাধীনত নয়, সে কোনওভাবেই স্বাধীন নন, তিনি একজন দাস-
-চন্দ্রশেখর আজাদ
শক্রুর গুলির সামনে আমরা বুক চিতিয়ে দাঁড়াব, আমরা স্বাধীন ছিলাম স্বাধীন-ই থাকবো।
-মহাত্মাগান্ধী
স্বাধীনতা কোনও প্রিয়জন নয়, এটা হল একটা বিশ্বাস যা মানুষ শ্বাস-প্রশ্বাসের সঙ্গে অনুভাব করে। এমন স্বাধীন জীবন যাপনের জন্য মানুষ কি মূল্য চোকাবে? -
-বাল গঙ্গাধর তিলক
স্বরাজ আমাদের জন্মগত অধিকার,
এই অনুভূতি যতদিন আমার মধ্যে বেঁচে রয়েছে ততদিন পর্যন্ত আমি বুড়ো হব না,
কোনও অস্ত্র এই আবেগকো ধ্বংস করতে পারবে না,
কোনও আগুন একে পোড়াতে পারবে না, কোনও জল একে ভেজাতে পারবে না,