'আমাদের বিবাহ বিচ্ছেদ হয়নি', পাকিস্তানি বন্ধুকে বিয়ে করা নিয়ে প্রশ্ন অঞ্জুর ভারতীয় স্বামী অরবিন্দ কুমারের

Published : Jul 27, 2023, 09:49 PM IST

আমাদের বিবাহবিচ্ছেদ হয়নি। তাহলে কী করে পাকিস্তানের বন্ধুকে বিয়ে করল অঞ্জু। রাজস্থান থেকে এমনই বার্তা অঞ্জুর ভারতীয় স্বামী। অরবিন্দ কুমার জানিয়েছেন, অঞ্জু কিছুতেই বিয়ে করতে পারেন না। 

PREV
110
অঞ্জুর স্বামীর বার্তা

অঞ্জুর স্বামী অরবিন্দ কুমার দাস। রাজস্থানের আলোয়ারের বাসিন্দা। বৃহস্পতিবার তিনি প্রশ্ন তুলে দিলেন অঞ্জুর পাকিস্তানের বন্ধুকে বিয়ে নিয়ে।

210
স্বামীর প্রশ্ন

অঞ্জুর স্বামীর প্রশ্ন তাদের আইনি বিবাহবিচ্ছেদ এখনও হয়নি। তাহলে কী করে অঞ্জুর দ্বিতীয়বার পাকিস্তানে গিয়ে বিয়ে করতে পারে। তিনি আরও জানিয়েছেন অঞ্জু এখনও তাঁর স্ত্রী।

310
অঞ্জুর দাবি

অঞ্জু অবশ্য আগেই দাবি করেছিল তিন বছর আগে দিল্লিতে বিবাহবিচ্ছেদের কাগজপত্র তিনি জমা দিয়েছিলেন। পাল্টা অরবিন্দ কুমার বলেন এখনও আদালত থেকে কোনও আইনি নোটিশ তিনি হাতে পাননি।

410
সরকারের হস্তক্ষেপের দাবি

অঞ্জু ও পাক - যুবক নাসরুল্লাহের বিয়ে নিয়ে ভারত সরকারের তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি। বলেছেন বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। কারণ তাঁর বিবাহিত স্ত্রী অন্য কাউকে বিয়ে করতেই পারে না।

510
অঞ্জুর নিকাহা

সংবাদ সংস্থা সূত্রে খবর অঞ্জু মঙ্গলবারই পাকিস্তানের প্রত্যন্ত গ্রামে হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন। নাম পরিবর্তন করে বর্তমানে ফতিমা হয়েছে। আর সোশ্যাল মিডিয়ার বন্ধুকে বিয়ে করেছেন। ৩৪ বছরের ভারতীয় মহিলা অঞ্জু বর্তমানে খাইবার পাখতুলখোয়ার আপার দির জেলায় রয়েছেন।

610
অঞ্জুর নথি জালও হতে পারে

অরবিন্দ কুমার বৃহস্পতিবার বলেছিলেন যে তিনি পাকিস্তানে যাওয়ার জন্য জাল নথি এবং স্বাক্ষর ব্যবহার করেছেন কিনা তা পরীক্ষা করার জন্য সরকারের উচিত তার পাসপোর্ট এবং ভিসার নথিগুলিও তদন্ত করা।সরকারের উচিত তার ভিসা এবং পাসপোর্ট বাতিল করা

710
এফআইআর দায়ের করতে চান

অরবিন্দ কুমার ববেন, অঞ্জু তাঁকে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে জানাননি, তিনি বলেন, অঞ্জু ভারতে ফিরে আসার পরে এই বিষয়ে একটি এফআইআর দায়ের করবেন।

810
অঞ্জুর মেয়ের বক্তব্য

অরবিন্দ কুমার জানিয়েছেন, অঞ্জুর মেয়ে তাঁকে মা হিসেবে স্বীকার করতে অস্বীকার করেছে। পারিবারিক পরিস্থিতি অত্যান্ত জটিল হয়ে গেছে।

910
সন্তানের দায়িত্ব স্বামীর

অরবিন্দ কুমার আরও জানিয়েছেন, তাঁর দুই সন্তানের দায়িত্ব তিনি নিচ্ছে। অঞ্জুর এবার থেকে যা ইচ্ছে তাই করতে পারে।

1010
ঘর ছাড়ার কথা

অঞ্জু তাঁর স্বামীকে জানিয়েছিলেন তিনি জয়পুরে যাচ্ছেন। কিন্তু জয়পুর না গিয়ে অঞ্জু সোজা চলে ওয়াঘা বর্ডার পার করে চলে যান পাকিস্তানে। তাঁর কাছে পাকিস্তানে যাওয়ার বৈধ নথি রয়েছেন। নতুন দিল্লি জানিয়েছেন অঞ্জু ৩০ দিনের ভিসা নিয়ে পাকিস্তানে গিয়েছেন। ২০ অগাস্ট তাঁর ভারতে ফিরে আসার কথা।

click me!

Recommended Stories