ফিফার সাম্প্রতিক তম ক্রমতালিকা প্রকাশ, ১০৩ এ ভারত

  • ফিফার সাম্প্রতিক তম ক্রমতালিকা প্রকাশ
  • তালিফায় ১০৩ নম্বরে ভারতীয় দল
  • প্রথম স্থানে রয়েছে বেলজিয়াম
  • এশিয়ায় প্রথম স্থানে রয়েছে ইরান

ফিফার সাম্প্রতিকতম ক্রমতালিকা অনুযায়ী এই মুহূর্তে ১০৩ নম্বর স্থানে অবস্থান করছে ভারতীয় পুরুষ ফুটবল দল। তালিকার  প্রথম স্থানে রয়েছে বেলজিয়াম, তার পরেই রয়েছে ব্রাজিল ,ফ্রান্স, ইংল্যান্ড এবং উরুগুয়ে। কিছুদিন আগে ভারতের মাটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক টুর্নামেন্টে একটিও ম্যাচ  জিততে পারেনি ভারতীয় দল। যার ফলে মোট ৫ পয়েন্ট 'লস' হয় তাঁদের। এই বরের এপ্রিলেই ক্রমতালিকার ১০১ নম্বর স্থানে  ছিলেন সুনিল ছেত্রীরা,  তার আগে ফেব্রুয়ারী তে ১০৩ নম্বরে অবস্থান করছিলেন তাঁরা। ২০১৮ সালের সর্বশেষ ফিফা তালিকা অনুযায়ী ৯৭নম্বরে বছর শেষ করে 'মেন ইন ব্লুজ'। ফিফা তালিকা অনুযায়ী এশিয় দেশ গুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে ইরান। 

একদা এশিয় সেরা ভারতীয় দলের ফিফা ক্রমতালিকায় ব্যাপক ধস নেমেছিল একটা সময় । উইম কোভারম্যান এর আমলে ১৮৩ তে গিয়ে দাঁড়ায় তারা। তার পরে ঘুরে দাঁড়াতে আরও একবার প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কন্সট্যান্টাইনের শরণাপন্ন হন এ আই এফ এফের কর্তারা। তার হাত ধরেই স্বপ্নের ঘুরে দাঁড়ানো শুরু করে ভারতীয় দল। দ্বীর্ঘ প্রায় ২০ বছর পরে আবার ফিফা ক্রমতালিফার প্রথম ১০০য় স্থান করে নেয় তারা। কিন্তু তার পরেই ঘটে ছন্দপতন। এশিয়া কাপ টুর্নামেন্টে প্রত্যাশা মোতাবেক খেলতে পারেননি সুনিলরা। টুর্নামেন্টের পরে কোচের পদ থেকেও সরে দাঁড়ান স্টিফেন। তাঁর জায়গায় আগমন ঘটে ইগর স্তিমাকের। তাঁর আমলে শুরু থেকেই অবশ্য একেবারেই ছন্দে নেই ভারতীয় দল। চার দেশীয় আন্তর্জাতিক টুর্নামেন্টে একটিও ম্যাচ না জিতে চতুর্থ স্থানে শেষ করেন গুরপ্রিতরা।  এখন দেখার আগামী দিনে তাঁর কোচিং এ ফের একবার ঘুরে দাঁড়াতে পারে কিনা মেন ইন ব্লু।    

Latest Videos


 
 

Share this article
click me!

Latest Videos

'উপনির্বাচনের ফলাফল নিয়ে BJP ভাবেনা' আর কি বললেন শুভেন্দু? দেখুন | Suvendu Adhikari
আজ রাজ্যে উপনির্বাচনের (By Election) রেজাল্ট আউট, সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা (Vote Counting)
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
গান্ধীমূর্তিতে শ্রদ্ধা নিবেদন থেকে Guyana সংসদে ভাষণ, এক ঝলকে দেখুন প্রধানমন্ত্রীর (Modi) গায়ানা সফর
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today