Operation Sindoor: পাকিস্তানি জঙ্গিদের কোমর ভাঙল ভারত! মোট কত সন্ত্রাসী ছিল ওইসব আস্তানায়?

Published : May 07, 2025, 08:47 AM IST
Operation Sindoor

সংক্ষিপ্ত

Operation Sindoor: পহেলগাঁও হত্যাকাণ্ডের প্রতিশোধে ভারতীয় বায়ুসেনা 'অপারেশন সিঁদুর'-এর অধীনে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলোতে  হামলা চালিয়েছে।পাকিস্তানি জঙ্গিদের কোমর ভাঙল ভারত! মোট কত সন্ত্রাসী ছিল ওইসব আস্তানায়?

পনেরো দিনের ব্যবধানে পহেলগাঁওতে হিন্দু পর্যটকদের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিশোধ নিল ভারত। 'অপারেশন সিঁদুর'-এর অধীনে রাফাল যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছে। ২৬ জন মানুষের হত্যার বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালিয়ে জঙ্গিদের ৯টি আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্রে খবর, ওই জঙ্গি ঘাঁটিগুলোতে প্রায় ৯০০ জঙ্গি অবস্থান করছিল। এর মধ্যে বাহাওয়ালপুরের ঘাঁটিতে ২৫০ জন, মুরিদকেতে ১২০ জন, মুজাফফরাবাদ ও কোটলিতে ২০০ জন এবং শিয়ালকোট, গুলপুর, ভীমবের ও চক আমরুর ঘাঁটিগুলোতে হামলার সময় ৩০০ জনের বেশি জঙ্গি ছিল। যদিও এই ঘাঁটিগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে খবর, তবে কতজন জঙ্গি হতাহত হয়েছে, সে বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

ভারতের হামলার কথা মেনে নিয়েছে পাকিস্তান। তারা দাবি করেছে, ভারত ৬টি স্থানে ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের 'অপারেশন সিন্দুর' হামলায় ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও ভারতের এই প্রত্যাঘাতের কথা স্বীকার করেছেন। পাক অধিকৃত কাশ্মীরের কোটলিতে হিজবুল মুজাহিদিনের প্রশিক্ষণ কেন্দ্র এবং মুজাফফরাবাদে লস্কর-ই-তৈবার প্রশিক্ষণ শিবির ধ্বংস করে দেওয়া হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই জানিয়েছে, "ভারতীয় সেনাবাহিনী কোনো পাকিস্তানি সামরিক ঘাঁটি লক্ষ্য করেনি। লক্ষ্য নির্ধারণ এবং হামলার ক্ষেত্রে যথেষ্ট সংযম বজায় রাখা হয়েছে।" ভারতীয় সেনাবাহিনী সকাল ১০টায় এই প্রত্যাঘাত নিয়ে একটি প্রেস ব্রিফিং করবে।

PREV
click me!

Recommended Stories

'গরিবের ভালো হয় এমন কাজ নির্মম তৃণমূল সরকার এগোতে দেয় না,' মালদায় তোপ নরেন্দ্র মোদীর
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে কোন কর্মীর মাইনে কতটা বাড়বে? জানুন জলের মতো হিসেব