Operation Sindoor: পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে আঘাত হানল ভারতীয় সেনাবাহিনী (operation sindoor news)। পহেলগাঁওয়ে জঙ্গিহানার যোগ্য জবাব দিল ভারত। যেন একেবারে মাঝরাতেই শত্রু নিধন।
পহেলগাঁওতে ঘটে যাওয়া নৃশংস জঙ্গিহানার জবাব যে পাকিস্তানকে ভারত নিজের পছন্দের সময়মতোই দেবে এবং পছন্দের স্থানে দেবে বলে নয়াদিল্লীর তরফ থেকে আগেই বিবৃতি দেওয়া হয়েছিল, তারই যেন বাস্তব রুপায়ণ হল মঙ্গলবার মাঝরাতn (operation sindoor india)।
ভারতীয় সেনার তরফ থেকে এক্স-হ্যান্ডলে ঘোষণা করা হয়েছে, ‘অপারেশন সিঁদুর'-এর কথা। জানা যাচ্ছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহাওয়ালপুর এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ভারত (india pakistan conflict latest news)। তবে মধ্যরাতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে কোনও শহরের নাম আলাদা করে উল্লেখ করা হয়নি। এদিন প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে যে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের মোট ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামোকে লক্ষ্য করে একটি ‘প্রিসিশন স্ট্রাইক’ করা হয়েছে (operation sindoor)।
যে সমস্ত জায়গায় বসে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা করা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, ঠিক সেখানেই ভারত আঘাত হেনেছে বলে মন্ত্রক তাদের বিবৃতিতে দাবি করেছে। প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে লেখা হয়েছে, “আমাদের পদক্ষেপ একদম সুনির্দিষ্ট, পরিমিত এবং অপ্ররোচনামূলক। পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি আমাদের তরফ থেকে। নির্দিষ্ট লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে।”
বুধবার এই অভিযান তথা প্রিসিশন স্ট্রাইকের বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।