রেকর্ড গড়ে ভারতে একদিন প্রায় ১৫ লক্ষ করোনা পরীক্ষা, মোট আক্রান্তের সংখ্যা ৫৮ লক্ষ ছাড়াল

  • দেশে দৈনিক আক্রান্ত ৮০ হাজারের উপরেই থাকল
  • মোট মৃতের সংখ্যা ৯২ হাজারের গণ্ডি পার করল
  • দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮১.৭৪ শতাংশ
  •  মৃত্যু হার ভারতে ১.৫৯ শতাংশ

Asianet News Bangla | Published : Sep 25, 2020 5:17 AM IST / Updated: Sep 25 2020, 10:49 AM IST

ভারতে এবার করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৫৮ লক্ষের গণ্ডি। বৃহস্পতিবার দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৮০ হাজারের উপরে। সেই চিত্রের বদল হোল না শুক্রবারও। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৫২ জন। 

 

 

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১,১৪১ জনের। যার ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯২ হাজার ২৯০ জন। 

তবে এসবের মধ্যে আশা জাগাচ্ছে দেশে সুস্থতার হার। ভারতে এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা ৪৭ লক্ষ ৫৬ হাজার ১৬৫। যার ফলে বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা এখন ৯ লক্ষ ৭০ হাজার ১১৬। দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৮১.৭৪ শতাংশ। মৃত্যু হার ভারতে ১.৫৯ শতাংশ।

 

 

আইসিএমআরের দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দেশে করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লক্ষ ৯২ হাজার ৪০৯। যা একটি রেকর্ড। ভারতে এখনও পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৪ লক্ষ ৯২ হাজার ৪০৯। 

Share this article
click me!