এবার ৫৭ লক্ষ ছাড়াল দেশের মোট করোনা আক্রান্ত, দৈনিক সংক্রমণ থাকল ৮০ হাজারের উপরেই

  • দৈনিক আক্রান্ত দেশে ৮৬ হাজারের উপরে
  • তবে আক্রান্তের থেকে সুস্থ হয়েছেন বেশি
  • দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে  ৮১.৫৫ শতাংশ
  • ভারতে  মৃতের হার  হয়েছে ১.৫৯ শতাংশ

বুধবার ৮০ হাজারের উপরে ছিল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। সেই চিত্রের বদল হল না বৃহস্পতিবারও। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণের শিকার হলেন ৮৬ ৫০৮ জন। যার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫৭ লক্ষ ছাড়িয়ে গেল। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ভারতে বর্তমানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৭ লক্ষ ৩২ হাজার ৫১৯।

বুধবার দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ১,১০০ নিচে ছিল। সেই সংখ্যাটা বৃহস্পতিবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ১,১২৯ জনের। যার ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯১ হাজার ১৪৯।

Latest Videos

 

 

এসবের মধ্যে অবশ্য আশা জাগাচ্ছে সেই দেশের সুস্থতার হার। এখনও পর্যন্ত দেশে মোট ৪৬ লক্ষ ৭৪ হাজার ৯৮৭ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। দেশের মোট আক্রান্তের ৮১.৫৫ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৮৭ হাজার ৩৭৪ জন। নতুন আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হওয়ায় দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমছে। এখন ভারতে অ্যাক্টিভ রোগী রয়েছেন ৯ লক্ষ ৬৬ হাজার ৩৮২ জন। দেশে মৃতের হার  হয়েছে ১.৫৯ শতাংশ।

প্রতি দিন যে সংখ্যক মানুষের করোনা পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। গত দু’দিন আট শতাংশে আবদ্ধ থাকার পর বৃহস্পতিহাক তা  কমে হয়েছে ৭.৪৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ভারতে পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৫৬ হাজার ৫৬৯ জনের। যা গত তিনদিনের তুলনায় অনেকটাই বেশি। যার ফলে ভারতে এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ৬ কোটি ৭৪ লক্ষ ৩৬ হাজার ৩১ জনের।

 

Share this article
click me!

Latest Videos

ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M
Narendra Modi Live: আদিবাসী গর্ব দিবস পালনে মোদী, কী বার্তা, দেখুন সরাসরি
'কলকাতার ম্যাডাম আমাকে হারাতে সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছে' নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর