সব রেকর্ড ভেঙে দিয়ে দেশে দৈনিক আক্রান্ত সাড়ে ১৪ হাজার ছাড়াল, মোট সংক্রমণ এবার ৪ লক্ষের পথে

  • দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড
  • মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯৫ হাার ছাড়াল
  • তবে দেশে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ১৩ হাজার বেশি
  • ভারতে সুস্থতার হার বেড়ে হয়েছে ৫৪.১২ শতাংশ

Asianet News Bangla | Published : Jun 20, 2020 5:05 AM IST

দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় প্রতিদিনই রেকর্ড গড়ছে আমাদের দেশ। শুক্রবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল সাড়ে ১৩ হাজারের বেশি। শনিবার সেই রেকর্ডও ভেঙে গেল। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমমের শিকার হয়েছে ১৪,৪১৬ জন। এটাই ভারতে এখনও পর্যন্ত দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় সর্বোচ্চ। ফলে  দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এবার প্রায় ৪ লক্ষের কাছাকাছি পৌঁছে গেল। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯৫ হাজার ৪৮।

 

স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৩৭৫ জনের। ফলে দেশে কোভিড ১৯ রোগে মোট মৃতের সংখ্যা এখন ১২,৯৪৮। দেশে করোনা থেকে মুক্ত হয়েছে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২ লক্ষ ১৩ হাজার ৮৩১ জন। ফলে সক্রিয়া আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ২৬৯। এসবের মধ্যে ভাল খবর দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৫৪.১২ শতাংশ। 

গত ৯ দিন ধরে দেশে প্রতিদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ হাজারের উপরে থাকছে। এই অবস্থায় করোনা সংক্রমণে দেশের মধ্যে এখনও এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ২৪ হাজার ৩৩১। করোনা প্রাণ কেড়েছে ৫,৮৯৩ জনের। তবে এসবের মধ্যে আশার খবর, করোনাকে জিতে এখনও পর্যন্ত রাজ্যটিতে সুস্থ হয়ে উঠেছেন ৬২ হাজার ৭৭৩ জন। মহারাষ্ট্রে মোট কোভিড পরীক্ষা হয়েছে ৭ লক্ষ ৩৫ হাজার ৬৭৪। 

এদিকে রাজধানী দিল্লির অবস্থাও যথেষ্ট আশঙ্কার। দিল্লিতে ইতিমধ্যে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমমের শিকার হয়েছেন ৩ হাজারের বেশি মানুষ। বর্তমান জাতয়ী রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৭ হাজারের বেশি। 

করোনা সংক্রমণে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের শইকার হয়েছে ২ হাজারের বেশি। তামিলনাড়ুতে কোভিড ১৯ প্রাণ হারিয়েছেন ৬৬৬ জন। বর্তমানে বিশ্বে করোনা আক্রান্তে দেশ হিসাবে আমেরিকা, ব্রাজিল ও রাশিয়ার পরেই চার নম্বর স্থানে রয়েছে ভারত। 


 

Share this article
click me!